মামাতো বোন যখন ex গার্লফ্রেন্ড
পর্ব ০৯
আরিয়ান আহমেদ শুভ
শুভ পিছন ফিরে দেখতে পাই তার বন্ধু সজিব তার ঘাড়ে হাত রাখছে
শুভ তখন উঠেই সজিব কে জড়িয়ে ধরে কেদে কেঁদে বলে আমি কি অপরাধ করেছিলাম যা জন্য আমার সাথে এমন করলো আমার জিবন টা এলেমেলো করে দিলো
সজিব// কাদিস না দোস্ত বড় লোকরা হয়তো এমনই যখন প্রয়োজন হবে কাছে নিবে প্রয়োজন শেষে দুরে ঠেলে দিবে
শুভ// আমি আর কাদবোনা যাকে জিবন থেকে বেশি ভালোবেসে ছিলাম সে যদি আমাকে ছাড়া অন্য কাউকে নিয়ে খুশি থাকতে পারে তো আমি কেন পারবো না আমিও পারবো দেখিয়ে দিব তাকে আমি
যে তর মত বেইমান মেয়ে ছাড়া আমিও শুখেই আছি
সজিব// আচ্ছা তুই তাহলে এগুলো বাদ দিয়ে নতুন করে শুরুকর পড়ালেখাই মন দে
শুভ// এখানে থাকলে আমি কিছুই পারবো না ঐ মায়াবিনির মুখ দেখতে হবে আমি চাইনা ঐ বেইমান মেয়ের মুখ দেখতে
সজিব// তাহলে তুই কি করতে চাস
শুভ// আমি চলে যাবো এখান থেকে
সজিব // কোথায় যাবি তুই
শুভ// দেখি কোথায় যাওয়া যায় তবে যেখানে ভালো একটা ভার্সিটি পাবো সেখানে যাবো
সজিব// তাহলে দোস্ত আমার কাছে একটা ভার্সিটির সন্ধান আছে সেখানে ভালো ছাত্রদের জন্য অনেক সুযোগ সুবিদা আছে আর পিন্সিপালের সাথেও আমার পরিচয় আছে
শুভ// তাহলে ঠিকানা দে
সজিব// তুই মেসে যা আমি সব কিছু রেডি করে দিবো নি
আচ্ছা এই বলে শুভ মেসের দিকে রওনা হয়
এদিকে পুষ্পা তার বাসায় যাই দাদূভাই কেমন লাগছে এখন
দাদু// দিদিভাই এখন কিছুটা ভালো লাগছে
পুষ্পা// তাহলে কি যাবে এখন তোমার মেয়ের কাছে
দাদু// আমার দিদিভাই আমার মেয়ের কাছে যাওয়ার জন্য এত ব্যকুল হয়ে আছে কেন??
পুষ্পা// আমি যে একটা মা পাবো তাই কোন দিন তো মায়ের আদর পাইনি এই বলে মন খারাপ করে
দাদুভাই // দিদিভাই মন খারাপ করে না তোমার মা নাই তো কি হয়ছে আমরা কি কখনো তোমার মায়ের অভাব বুঝতে দিয়েছি আর এখন তো একটা মা পাইতেছো মন খারাপ করে না
পুষ্পা// আচ্ছা দাদুভাই আমি মন খারাপ করবো না
দাদু// যাও তুমি রেড়ি হয়ে গাড়ি নাও আমিও রেড়ি হচ্ছি
কিছুখন পর তারা তাদের গন্তব্যে পৌছার জন্য রওনা হয়
এদিকে শুভ তার বন্ধুর থেকে বিদায় নিয়ে তার দেওয়া ঠিকানাই চলে যাই
শুভ// সার আসতে পারি
পিন্সিপাল// পিন্সিপাল কে তুমি বাবা
শুভ// আমি আরিয়ান আহমেদ শুভ
পিন্সপাল // ওও়ও তোমাকেই সজিব পাঠিয়েছে
শুভ// জি সার
পিন্সিপাল // আচ্ছা তোমার কাগজ পত্র গুলি দাও দেখি
পিন্সপাল তার কাগজ পত্র দেখে ভর্তি করে নেই
আর কাকে যেন ফোন দিয়ে আসতে বলে
কিছুখন পর একটা লোক আসে
পিন্সিপাল// হারুন একে মেসে একটা সীট দিয়ে দাও আর খেয়াল রেখ যেন ভালো জায়গা হয়
হারুন// আচ্ছা সার
পিন্সিপাল // যাও শুভ হারুনের সাথে আর কাল থেকে ক্লাস করবে
শুভ// আচ্ছা সার এই বলে চলে যেতে লাগে
পিন্সপাল // এই শুভ শুনো এগুলো প্রেম ভালোবাসা বাদ দিয়ে পড়ালেখায় মন দাও মেয়েটাকে দেখিয়ে দেবে তুমি কে
শুভ // আচ্ছা সার
এদিকে পুষ্পা এক জায়গাই গাড়ি থামায়
দাদুভাই// যাও এখন তুমি ঐ বাড়িটা
পুষ্পা// তুমি আসবেনা
দাদু// তুমি যাও আমি পরে আসবো
অতপর পুষ্পা গিয়ে দরঝায় কড়া নড়াই
কিছুখন পর এক মাঝ বয়সি একটি মহিলা এসে দরঝা খুলে দেয়
মহিলা// কে মা তুমি কি চাই
পুস্পা// আন্টি আপনি আমাকে চিনবেন না আর আমি আপনার পরিবার সম্পর্কে কিছু জানতে চাই
পুষ্পা// আমার পরিবারের কেউ নেই তুমি কি জানতে চাও মা
পুষ্পা// আন্টি আপনি এমন কেন কখন থেকে দরঝায় দাড়িয়ে কথা বলছি ভিতরে যেতে দিবেন না বুঝি
মহিলা// সরি মা তোমার সাথে গল্প করতেই আমার খেয়াল ছিল না ভিতরে আসো মা
পুষ্পা ভিতরে গিয়ে খাটের উপর বসে
মহিলা// তোমার সাথে কখন থেকে বক বক করছি তোমার নাম টা কি মা
আমার না,, পুষ্পা
পুস্পা// আন্টি আপনি তখন বললেন আপনার পরিবারের কেউ নেই তাহলে কি আপনি এতিম
মহিলা// হুম বাবা ভাই বেচে থাকতেও
পুস্পা জানাসত্যেও প্রশ্ন করলো এটা কি ভাবে??
মহিলা /// পুস্পার দাদু যা বলেছিল তিনিও তাই বললেন
পুষ্পা// আন্টি আপনার বাবা বা ভাইদের মধ্যে যদি কেউ আপনাকে নিতে আসে তাহলে কি আপনি যাবেন
মহিলা// তারা কেউ আমার কাছে আসবে না তাদের কাছে আমি বেচে থাকতেও মৃত
এই বলে কান্না করে দেয়
পুষ্পা তখন গিয়ে মহিলাটির কুলে মাথা রেখে চলো না ফুপি আমাদের বাসাই আমি তোমাকে তোমার বাবার কাছে নিয়ে যাবো
পুষ্পার কথাই তার ফুপি চমকে উঠে কে তুমি !!
পুষ্পা// আমি তোমার বড় ভাইয়ের মেয়ে পুস্পা
ফুপি প্লিজ চল আমার সাথে আর অভিমান করে থেকনা
ফুপি// না পুষ্পা আমি তাদের উপর কোন অভিমান করিনাই আর আমি যাদের কাছে মৃত তাদের কাছে কি ভাবে যাবো
যদি আমার প্রতি তাদের একটুও ভালোবাসা থাকতো তাহলে তারা তোমাকে না পাঠিয়ে তারা নিজেরাই আসতো আর তারা আসবে কি ভাবে তারাতো এনেক বড় লোক
পুষ্পা// ফুপি এমন ভাবে বলোনা তোমার দরজায় একবার চেয়ে দেখ তোমার বুড়ো বাবা অপরাধির ন্যায় দাড়িয়ে আছে তোমার কাছে আসার সাহস পাইনা তিনি যে অনেক বড় ভুল করে ফেলেছে তোমার কাছে ক্ষমা চেয়ে তোমাকে নিতে এসেছে
পুষ্পার ফুপি তাকিয়ে তার বাবা কে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে
বাবা আমাকে ক্ষমা করে দাও কেদে কেদে
পুষ্পার দাদু// মারে তর এত অভিমান একবার না হয় রাগের মাথাই বলেছিলাম বাড়ি থেকে চলে আসতে তার জন্য এভাবে এসে পরবি
একটি বারো কি তর এই বুড়ো বাবার কথা মনে পরেনি
ফুপি// সবসময় মনে পরতো কিন্তু কি করবো বাবা তোমার কাছে যে আমি মৃত
আর তোমার তো এক বারো মনে পরতো না আমার কথা যে তোমার একটা মেয়ে আছে
দাদু// মারে আমার সবসময় মনে পরতো তাই তো তকে দেখার জন্য এখানে ছুটে আসতাম
আর তুই মা আমাকে দেখে না দেখার ভান করে চলে যেতি এতটা অভিমান অামার প্রতি রেখেছস এই বুড়ো বাবা টাকে ক্ষমা করে দে ((হাত জোর করে))
ফুপি// বাবা,,
দাদু/// মা কই রে আমার নানু ভাই টা কতদিন থেকে তাকে দেখিনা
চলবে////
আপনাদের সারা পেলে পরের পর্ব দিব
Thanks for messaging . আমরা আপনার মেসেজ দেখলে আপনাকে অবশ্যই উত্তর দেবো ধন্যবাদ সবাইকে আপনারা চাইলে এখন এখানে পোস্ট করতে পারেন । এই ব্লগে পোস্ট করতে চাইলে অ্যাডমিনের সাথে যোগাযোগ করুন ।