অহংকারি ex বউ যখন অফিসের বস
পর্ব ১২
আরিয়ান আহমেদ শুভ
🏋🏻🏋♀️🏋🏻🏋♀️🏋🏻🏋♀️🏋🏻🏋🏻🏋♀️🏇🏻🏇🏻🏇🏻🚴🏼🚴🏼🏄🏻
অতপর তাকে যখন ডাক্তার রিলিজ দেয় তখন তাকে নিয়ে আসতে যাবে তখনই হাসপাতাল থেকে আসতেই দেখতে পাই সেই ডাক্তার কে যাকে আদিলা একবার শুভর চিকিৎসা করার জন্য তার বাসায় নিয়ে গিয়েছিল
ডাক্তার /// আদিলা মনে আছে আমার কথা
কি বলে ছিলাম তোমাকে
একদিন সময় আসবে যেদিন তোমার কাছে কান্না করা ছাড়া কোন রাস্তা থাকবেনা
আজ সময় টা ঠিকই এসেছে
সেদিন তুমি আমার কথা হেসে উড়িয়ে দিয়েছিলে আমার কথা বিশ্বাস করোনাই
সেদিন আমিও বলেছিলাম তোমার অবস্থা দেখে আমিও হাসবো একদিন মন খুলে হাসবো দেখ সেই সময় টা ঠিকই এসেছে
কিন্তু আমি হাসবো না
আমি যদি আজ তোমার অবস্থা দেখে হাসি তাহলে তোমার আর আমার মাঝে পার্থক্য কি হলো
একটা কথা কি জানো আদিলা মেয়েরা যত অহংকারি বা দেমাগ দেখায় না কেন
যদি কোন ছেলে তার পিছনে লেগে থাকে চাই সেই ছেলে গরিব হক বা বড়লোক
মেয়েটি একদিন না একদিন তার প্রেমে পড়বেই
আর শুভ তো তোমার স্বামী ছিল , আমি আগেই জানতাম তুমি একদিন না একদিন তার প্রেমে পরতেই তাই তোমাকে আগেই সাবধান করেছি কিন্তু তুমি আমার কথা উপহাস করেছিলে
টাকার গরম দেখিয়ে বলে ছিলে টাকাই সব সুখ দিতে তার মত ছোট লোক ছেলেকে দরকার নেই
আজ শুধু তোমার কাছে একটাই প্রশ্ন টাকা তোমাকে কতটা সুখ দিতে পেরেছে ??
এত টাকার অহংকার দেখিয়ে কি লাভ আজ যার জন্য মরতে বসেছো তাকে তোমার টাকা তোমার কাছে নিয়ে আসতে পারছেনা কি লাভ বল এত অহংকার করে
আদিলা/// আংকেল আমাকে মাফ করে দেন আমি আমার ভুল বুঝতে পারছি প্লিজ আংকেল আমায় ক্ষমা করে দেন
ডাক্তার// আমার কাছে ক্ষমা চাওয়ার কি আছে আমি সেদিন তোমার কথায় কিছু মনে করিনাই
কিন্তু তুমি যে তোমার ভুলটা বুঝতে অনেক দেরী করে ফেলেছো না জানি শুভ এখন কোথায়
আদিলা/// যদি তাকে কোথাও দেখতে পান তাহলে আমাদের একটু জানাবেন প্লিজ
ডাক্তার/// আচ্ছা মা জানাবো নি
অতপর আদিলার বাবা মা তাকে নিয়ে বাড়িতে চলে আসে
আদিলাকে তার রুমে দিয়ে আসে দেখ মা আমার কোন উল্টা পাল্টা কাজ করবি না যদি তর ভালোবাসা সত্যি হয়ে থাকে তাহলে তুই একদিন না একদিন শুভ কে পাবি
শুভর ভালোবাসা পাওয়ার জন্য হলেও তকে বেচে থাকতে হবে
কথা দে আমায় যে তুই কোন উল্টা পাল্টা কাজ করবি না
আদিলা/// আচ্ছা , কিন্তু মা তাকে ছাড়া যে আমার ভালো লাগেনা
একদমই বেচে থাকতে ইচ্ছা করতেছেনা আমার খুবই কষ্ট হচ্ছে মা
আমি কি করবো যদি তাকে না পাই তাহলে আমি মরে যাবো
ভালোবাসা এত পাষান কেন মা
এত কেন এত কষ্ট দেয়
আমি নিতে পারছিনা
মা আমার বেচে থাকতে ইচ্ছা করছে না তোমরা আমার শুভকে এনে দাও মা
আদিলার মা// জানি না মা ভালোবাসা বড্ড পাষান মানুষকে শুধু কষ্ট দিতে জানে যদি তারা তার মর্যাদা না দেয়
আমি ও এই রকম পরিস্থিতির শিকার হয়েছিলাম
যখন আমি কলেজে পরি তখন হঠাৎ একদিন তর বাবার সাথে আমার দেখা হয়
আর সেদিনি তর বাবা আমাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলে আমাকে প্রপোজ ও করেছিলো সেদিন
কিন্তু আমি তার প্রোপজ একসেপ্ট করিনি কারন সে গরিব ছিল তা পোশাক দেখে বুঝে গিয়ে ছিলাম
কিন্তু এর পর থেকে তর বাবা আমার পিছনে লেগেই থাকতো প্রত্যেক দিন তার ভালোবাসার কথা আমাকে বলতো
আমি তাকে নানা রকম ভাবে অপমান করতাম তবুও সে আমার পিছন ছাড়তো না
দেখতে দেখতে আমাদের কলেজ লাইফ প্রায় শেষ পর্যায় হয়ে আসে
সবাই সবার মত কলেজ ছেড়ে চলে যাবে
শেষ পরিক্ষার দিন তর বাবা আমার সামনে আসে
আমি// এই তর লজ্যা সরম বলতে কিছু নেই তুই দুইটা বছর ধরে আমার পিছনে লেগে আছিস
তর বাবা // যদি তোমার কাছে আমার কোন লজ্যা থাকতো তাহলে ১ম দিন যেদিন তুমি আমাকে ফিরিয়ে দিয়েছিলে সেদিনই চলে যেতাম তোমার পিছন পিছন ঘুরে বেড়াতাম না
আজ শুধু তোমাকে একটা কথা বলবো তার পর থেকে আর কখনো তোমাকে জালাবো না তোমাকে ডিস্টাব করবো না
আমি// আচ্ছা তারাতারি বলে এখান থেকে দুর হহহ
তর বাবা// আমি তোমার পিছনে এতদিন ধরে ঘুরছি আমার প্রতি তোমার একটুও ভালোবাসা হয়নি বা আমাকে কখনো তুমি ভালোবাসবেনা??
আমি// তুই হাসালি আমাকে তুই দুই বছর কেন আরো দুই হাজার বছর ও যদি আমার পিছনে ঘুর ঘুর করিস তবুও তকে আমি ভালোবাসবোনা
তর বাবা// আচ্ছা ভালো থেকো আর কখনো তোমাকে ডিস্টাব করবো না আর এতদিন তোমাকে বিরক্ত করার জন্য সরি
আমাকে ক্ষমা করে দিও এই বলে সে চলে যাই
কিছুদিন যাওয়ার পর থেকে আমি তাকে মিস করতে থাকি আমি কখনো বুজতেই পারিনি তাকে ভালোবেসে ফেলেছিলাম
১মাস কোন রকম তাকে না দেখে থাকতে পারছিলাম তারপর আর পারিনি তাকে পাগলের মত খুজে বেড়াতাম
অনেক খুজাখুজির পর তর বাবার ঠিকানা পায়
তারপর তর বাবার কাছে মাপ চেয়ে তাকে আমার মায়া চির জিবনের জন্য বেধে নেই
সেই দিন গুলোতে আমি বুঝে গিয়েছিলাম
যে ভালোবাসা বড্ড পাষান মর্যাদা না দিলে অনেক কষ্ট দেই তাই তকেও না করে ছিলাম তুই শুনিস নাই
আদিলা/// মা তুমি তো তবুও কষ্ট করে হলেও বাবাকে পেয়েছিলে
কিন্তু আমি কি পাবো আমার শুভ কে হারিয়ে ফেলবো নাতো আবার
আদিলার মা // নিরাশ হবি না আল্লাহর কাছে তর করা পাপের ক্ষমা চেয়ে তার জন্য দোয়া কর সে যেন আবার তর জিবনে ফিরে আসে
এখন একটু আরাম কর
আমি গেলাম এই বলে আদিলার মা চলে আসে
অতপর আদিলা শুভর কথা চিন্তা করে বালিশে মুখ গুজে দিয়ে কান্না করতে থাকে
শুভ তার ছেলেকে নিয়ে রাস্তা দিয়ে হাটতেছে আর বলতেছে তর জন্য আজ এই দুধের শিশু কষ্ট করতেছে তকে কখনো ক্ষমা করবো না এসব ভাবতে ভাবতে শুভ কখন জানি মাঝ রাস্তায় চলে যাই আর তখনই একঠা গাড়ি এসে তাদের বাবা ছেলে দুইজন কে উড়িয়ে নিয়ে যায়
চলবে____""""""'©© ab, motin©©©©
পর্বটি কেমন হয়েছে জানাবেন💅💅
আর ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন 👏🏼👏🏼👏🏼
Thanks for messaging . আমরা আপনার মেসেজ দেখলে আপনাকে অবশ্যই উত্তর দেবো ধন্যবাদ সবাইকে আপনারা চাইলে এখন এখানে পোস্ট করতে পারেন । এই ব্লগে পোস্ট করতে চাইলে অ্যাডমিনের সাথে যোগাযোগ করুন ।