ক্ষেত ছেলে vs বড় লোকের অহংকারি মেয়ে পর্ব ১৫



ক্ষেত ছেলে vs বড় লোকের অহংকারি মেয়ে 

পর্ব ১৫

আরিয়ান আহমেদ শুভ 


 ©©©©©©©©©©abdul motin©©®®®©©©©©




আদিলা বাড়িতে এসে শুভকে নিয়ে ভাবতে থাকে হঠাৎ একটা আইডিয়া তার মাথায় আসে 

আর তখনই আবার নীল কে ফোন দেয় 

নীল /// আবার কি হলো আমি তো সবকিছু বলে দিয়েছি 

আদিলা /// তোমাকে আর কখনো ডিস্টাব করবো না শুধু আর একটা কাজে হেল্প করবে 

নীল / // আচ্ছা বলো দেখি 

আদিলা // তুমি আগামি কাল আমাকে তোমার অফিসে নিয়ে যেতে পারবে 

নীল /// আচ্ছা নিয়ে যাবো , আর তো কিছুনা 
আদিলা /// নাহহহ 

অতপর নীল ফোন কেটে দেয় 

পরেরদিন নীল আদিলা কে নিয়ে অফিসে যাই 

আদিলা অফিসে গিয়ে অফিসের বড় বড় কর্ম কর্তাদের কে শুভর কথা জিজ্ঞেস করে 

তারা সরসরি না করে দেয় যে তারা শুভকে চিনেনা 

আদিলা /// প্লিজ আপনারা চিনেন শুভকে না হলে তার কথায় নীল কে চাকরি কেন দিয়ে ছিলেন প্লিজ আংকেল বলেন আপনারা, যে শুভকে  চিনেন 
আজ যদি আমার জায়গায় আপনাদের কোন মেয়ে হত তাহলে কি পারতেন শুভকে চিনার ব্যাপারে অস্বিকার করে তাকে মানুষের দারে দারে ঘুরাতে নিশ্চয় পারতেন না আমি আপনাদের কাছে হাত জুর করে বলছি সত্যি করে বলেন 


অতপর তারা সকলে  বলে দেয় যে শুভকে তারা চিনে  কিন্তু কেউ নির্দিষ্ট করে তার ঠিকানা বলতে পারেনা 

কেউ বলে শুভর বাসা চট্রগ্রাম কেউ বলে রাজশাহী কেউ বা বলে সিলেট 

আদিলা বোকার মত তাদের কথা শুনে আসতে যাবে তখনই ম্যানেজার বলে উঠে 

আদিলা শুনো সম্ভবত তার বাসা এখন লন্ডনে আমার কাছে আগে প্রায় সময় লন্ডনের নাম্বার দিয়ে ফোন আসতো অফিসের খোজ খবর নিত 

কিন্তু এখন বলতে পারছিনা তার সাথে ফোনে অনেক দিন ধরে কথা হয়নি 
সে এখানে এসেই সব কিছু বলে দিত 
সে অনুযায়ী আমরা কাজ করতাম 

আদিলা /// আচ্ছা আংকেল আপনাদের সকল কে ধন্যবাদ 

এই বলে আদিলা সেখান থেকে চলে আসে  

দেশের আনাচে কানাচে শুভর খোজ করতে থাকে কিন্তু শুভকে কোথাও খুজে পাইনা এভাবে প্রায় একটি বছর কেটে যাই দেখে ম্যানেজারের কথা না মেনে আদিলা শুভর আশা ছেড়ে দিয়ে মন খারাপ করে বসে থাকে 



এদিকে নাদিয়া ভাইয়া চলনা অনেক দিন ধরে কোথাও ঘুরতে যাইনা এখন কলেজ ও বন্ধ আমরা ঘুরে আসি 

শুভ /// কোথায় ঘুরতে যাবি 

নাদিয়া/// বাংলাদেশে যাবো তর অফিস টা দেখবো এখানের গুলা তো আমাদেরই সামলাতে হয় দেখি সেখান কার অফিস  টা কেমন ???

শুভ // আচ্ছা তাহলে কালকে রেড়ি থাকিস আমরা বের হবো 

নাদিয়া /// ওকে ভাইয়া 

পরের দিন শুভ আর নাদিয়া বিমানে উঠে 
বিমান ছাড়ার অপেক্ষা করতে থাকে তখনই সামনের সিটে একটা সুন্দরী মেয়ে বসে

নাদিয়া /// হে বিথী তুমি এখানে কই যাচ্ছো 

বিথী // আমারো তো একই কথা তুমি এখানে কেন আর এটাই কি তোমার ভাইয়া 

নাদিয়া // হুম 

বিথী // তোমার ভাইয়া তো অনেক কিউট 

নাদিয়া // সেটা তোমার বলতে হবেনা ভাইয়া এমনিতেই কিউট 😁😁 আচ্ছা একটা কথা বলো 

বিথী /// বলো কি বলবো

নাদিয়া //  তোমার তো আরো ১ বছর পরে দেশে যাওয়ার কথা ছিল তো এত তারাতারি যে চলে যাচ্ছো 

বিথী // আর বলো না আমার একটা পাগলি বোন আছে সে নিজেও একটা আবুল আবার কোন আবুল রে জানি ভালোবেসে ছিলো জানিনা  তাদের মাঝে একটু ভুলবুঝা বুঝি হওয়ার কারনে পাগলি তাকে অপমান করে তাড়িয়ে দিছে 
আর এখন সত্যিটা জানার পর পাগলের মত খুজে বেডাচ্ছে তার ঐ হাবলা আসেক কে 
প্রায় ১ বছর ধরে  তার সেই হাবলা আসিক কে খুজে খুজে নিজের অবস্থা একদম খারাপ করে ফেলেছে তাকে এখন চিনাও যাইনা যে সে আমার  সুন্দরি বোন আগে দেখতে কত সুন্দরি ছিল আর এখন দেখতে প্রায় পেত্নিদের মত দেখাই 
আমার মনে কই কি জানো তার ঐ হাবলা আসিক যদি তাকে এখন দেখে আমার ১০০% বিশ্বাস সে নির্গাত না করে বসবে যে তার সাথে কোন সম্পর্ক নেই 

নাদিয়া // তো এর সাথে তোমার দেশে আসার কি সম্পর্ক 


বিথী // আরে পাগলি বোনটা এখন যে  অবস্থা হয়েছে এতে  সব সময় ঘরে একা বন্ধি অবস্থায় শুয়ে থাকে খাওয়া দাওয়া ঠিক মত করেনা এতে জেঠা অনেক চিন্তায় আছে না জানি কখন কি হয়ে যাই 

জেঠা তাকে অনেক ভালোবাসে একটি মাত্র মেয়ে তার 

তাই জেঠা আমাকে এখানে এসে তার মন ভালো করার জন্য তার সাথে থাকার জন্য আসতে বলছে তাই চলে আসছি 

কিন্তু তোমরা কই যাইতাছো 

নাদিয়া // আমরা দেশে  ঘুরতে যাবো 

বীথি /// কোন জায়গায় যাবা 

নাদিয়া /// ঢাকাতেই থাকবো বাট সমস্ত সুন্দর সুন্দর জায়গা গুলি ঘুরে ফিরে দেখবো 



বিথি // তাহলে দেখা হবেই 

এরই মধ্যে বিমান আকাশে উড়াল দেয় 


,,বিথি /// আচ্ছা তোমার ভাই টা কি বোবা কখন থেকে আমি আর তুমি কথা বলছি সে তো একটিও কথা বলছেনা মনের সুখে কানে ইয়ার ফোন দিয়ে গান শুনছে 

নাদিয়া /// ভাইয়া চুপ চুপ আছে থাকদে থাও না হলে তোমারই কান জালাপালা করে দিবে ভাইয়া অনেক দুষ্ট 

বিথি /// তাহলে থাক সে গানই শুনুক আমরা গল্প করি 

অতপর তারা নানা বিষয়ে গল্প করতে থাকে দুই বান্ধবি এক হলে যা হয় আরকি


যথা সময়ে বিমান বিমান্দরে লেন্ড করে 
তারা বিমান থেকে নেমেই দির্ঘ একটা শ্বাস ছেড়ে ২জন দুইদিক হয়ে যাই 

নাদিযা // এই ভাইয়া চল 
শুভ // হুম চল 

অতপর শুভ নাদিয়ার হাত ধরে হাটতে থাকে তখনই হঠাৎ কে যেন দৌড়ে এসে শুভকে জড়িয়ে ধরে ,,,,


চলবে ,,  

গল্পটি বড় করতে চাইছিলাম বাট আপনাদের তেমন সাড়া পাচ্ছিনা তাই আগামি কয়েক পর্বের মধ্যেই শেষ করে দিবো 
 

গল্পটি কেমন হয়েছে জানাবেন 

আপনাদের সাড়া পেলেই পরের পর্ব নিয়ে হাজির হবো ইনশা আল্লাহ 

আর ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন 



































Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

buttons=(Accept !) days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !