নির্বুদ্ধিতা । অনুগল্প



 অনুগল্প 

নির্বুদ্ধিতা

জয়ন্ত_ঘোষ


     প্রথম মাসের মাইনেটা পেয়ে বেশ কিছু কেনাকাটা করে ফেললো স্বাতী । দুহাতে দুটো বড়ো প্যাকেট নিয়ে তাই ঘরে ঢুকতেই, শাশুড়ি মায়ের এক অদ্ভুত দৃষ্টি খানিকটা তাকে ভীষণ অস্বস্তিতে ফেলে দিলো । এরপর কাছে গিয়ে একটা বড়ো প্যাকেট ওনার হাতে তুলে দিতেই, 


-"কি বৌমা ! কি আছে এতে ?"


-"খুলেই দেখুন না মা, আপনার জন্য একটা শাড়ি এনেছি, দেখুন না পছন্দ হয়েছে কিনা ?"


-"বাহ্ বেশ তো, তা কত দাম পড়লো ?"


-"আচ্ছা ! আবার দাম কিসের জন্য জিজ্ঞেস করছেন মা, আপনার পছন্দ হয়েছে সেটা শুনেই তো আমার ভীষণ আনন্দ হচ্ছে !"


-"আর ওই লাল প্যাকেটটাতে কি আছে ?"


-"ওটা আমার মায়ের একটা শাড়ি !"


-"বাব্বা ! একেবারে সবাইয়ের জন্য কিনে এনেছো, সব পয়সাই একেবারে উড়িয়ে দিয়ে এলে নাকি ?"


-"মা, এটা আমার প্রথম উপার্জনের পয়সা, প্রিয় মানুষদের জন্য তো কিছু কিনতে ইচ্ছা করে নাকি ?"


-"তা যা বলেছো, কিন্তু তোমার মায়েরটা মনে হচ্ছে একটু বেশি পয়সা লেগেছে !"


- -----------------------------------------------------------------------------

Golpo Earth কে সামনে আগাতে অবশ্যই আমাদের পাশে থাকুন । ✊পাশে থাকার জন্য অবশ্যই নিচে দিয়ে ফটোতে ক্লিক করবেন নিচে দেওয়া ফটোতে ক্লিক করলে আমরা কিছুটা সামনে এগোতে পারবো তাই আপনাদের সাহায্য একান্ত কামনা করি  👇👌

_______________________________________________
"না মা, প্রায় একই !"


-"মিথ্যা কথা বোলো না বৌমা, আমরা যেন জীবনে কখনো দোকান বাজার করি নি ? শাড়ি দেখলেই আমরা চিনতে পারি, কোনটা বেশি দামি !"


-"উফফ মা, ছাড়ুন না এইসব কথা ! দুটো দু রকমের শাড়ি, একটু তো দামের উনিশ-বিশ হবেই !"


-"তুমি কিছু মনে কোরো না বৌমা, আমার কিন্তু তোমার মায়ের শাড়িটাই বেশি পছন্দ হয়েছে !"


-"ঠিক আছে, তাহলে আপনি আমার মায়েরটা নিন, আর আপনার জন্য আমি যেটা কিনে এনেছি সেটা আমি মা-কেই দিয়ে দোবো !"


* * *  


     মাস দুয়েক পর মাকে শাড়িটা পড়তে দেখে উনি তো তাজ্জব বনে গেলেন,


-"বৌমা, এতো সুন্দর শাড়িটা ? উনি না গায়ে দিলে তো বুঝতেই পারতাম না ! সত্যি কি দুর্দান্ত লাগছে !"


  স্বাতী প্রথমে ভেবেছিলো ওনাকে কিছুই বলবে না, কিন্তু ওনার কান্ডজ্ঞানহীন কথা-বার্তা মাঝে মধ্য যে অযথা অস্বস্তিতে ফেলে দেয়, তাই ওনার দিকে তাকিয়ে বলে উঠলো,


-"আসলে কি জানেন তো মা, যারা প্রকৃত সুন্দর হন, তাদের সব কিছুতেই সুন্দর লাগে, বেমানান কখনোই লাগে না ! শাড়িটা আপনার জন্যই আমি তো কিনে এনেছিলাম, আপনি তো নিজেই পাল্টে নিলেন । আসলে আপনার আমাকে বিশ্বাসই হয় নি, ভেবেছিলেন আমি আমার নিজের মাকে ভালো জিনিষটা কিনে দিচ্ছি, তাই তো ! বয়স হয়েছে মা, কাছের লোকেদের একটু বিশ্বাস করতে শিখুন, নাহলে যে কোনোদিনই কোনোকিছু অর্জন করতে পারবেন না !"


~~~***~~~

-----------------------------------------------------------------------------

Golpo Earth কে সামনে আগাতে অবশ্যই আমাদের পাশে থাকুন । ✊পাশে থাকার জন্য অবশ্যই নিচে দিয়ে ফটোতে ক্লিক করবেন নিচে দেওয়া ফটোতে ক্লিক করলে আমরা কিছুটা সামনে এগোতে পারবো তাই আপনাদের সাহায্য একান্ত কামনা করি  👇👌

_______________________________________________

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

buttons=(Accept !) days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !