মায়ের তৃষ্ণা । অনুগল্প

 অনুগল্প 



আমি যখন ছোট ছিলাম তখন প্রায় দেখতাম আমার বড়ো চাচা চাচিকে মারতেন। তার একমাত্র কারণ হচ্ছে আমার চাচি সন্তান জন্ম দিতে অক্ষম।


তখন আমার বয়স ছিল আট বছর । ভালো করে কিছু বুঝতাম না। কিন্তু চাচির কষ্ট দেখে অনেক খারাপ লাগত।আমার মা চাচিকে অনেক সম্মান করতেন।মা ছিলেন বাড়ির ছোট বউ। চাচির কষ্ট মা আর সইতে পারছিলেন না। তাই আমার বাবা মা  -----------------------------------------------------------------------------

Golpo Earth কে সামনে আগাতে অবশ্যই আমাদের পাশে থাকুন । ✊পাশে থাকার জন্য অবশ্যই নিচে দিয়ে ফটোতে ক্লিক করবেন নিচে দেওয়া ফটোতে ক্লিক করলে আমরা কিছুটা সামনে এগোতে পারবো তাই আপনাদের সাহায্য একান্ত কামনা করি  👇👌

_______________________________________________
সিদ্ধান্ত নিয়েছিলেন, তারা আবার আল্লাহর কাছে সন্তান চাইবে।সেই সন্তান চাচিকে দিয়ে দিবেন। কারন আমারা দুই ভাইবোন ছিলাম। মানে আমার ছোট্ট ভাই ছিল। তখন ভাইয়ের বয়স ছিল চার বছর।মায়ের কাছে আমারা দুইজনই যথেষ্ট ছিলাম। 


আল্লাহ রহমতে আমার মা আবার অন্তঃসত্ত্বা হন। আমি অনেক খুশি হয়েছিলাম যখন শুনেছি আমার ছোট্ট বোন হবে।


নয়টা মাস চাচি মায়ের অনেক যত্ন নেন। চাচি অনেক খুশি ছিলেন। প্রতিদিনই তিনি আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করতেন। মাকে জড়িয়ে ধরে অনেক কান্না করতেন। 


দেখতে দেখতে মায়ের ডেলিভারি সময় চলে এলো। তখন থেকেই মা কেমন যেন খিটখিটে মেজাজের হয়ে গেলেন। মাকে দেখতাম আমাদের দুই ভাই বোনকে একটু বেশিই খেয়ালে রাখছেন।


||

ডেলিভারির  আগে সময় মা চাচির হাত ধরে কথা দিয়েছিলেন তার সন্তান তাকে দিয়ে দিবে। মা আর সেই সন্তানকে ধরবে না। সন্তানের মা বলে দাবি করবেন না। 


সেদিন আমার মা একটা মেয়ের জন্ম দিলেন। আমার চাচি তো সেদিন খুশিতে কেঁদে দিয়েছিলেন। চাচির খুশি দেখে কে। চাচাও অনেক খুশি হয়েছিল।


কিন্তু মায়ের যখন জ্ঞান ফিরল তখন মা পাগলের মতো করতে লাগলেন। হসপিটালের সব কিছু ভাঙচুর করলেন। আমি আর আমার ভাই সেদিন কেঁদেছিলাম মায়ের পাগলামি দেখে।


চাচি শক্ত করে আমার সদ্য জন্ম নেওয়া বোনটিকে বুকের সাথে জড়িয়ে রেখেছিলেন। কিন্তু মায়ের অবস্থা খারাপ হতে

----------------------------------------------------------------
Golpo Earth কে সামনে আগাতে অবশ্যই আমাদের পাশে থাকুন । পাশে থাকার জন্য অবশ্যই নিচে দিয়ে ফটোতে ক্লিক করবেন নিচে দেওয়া ফটোতে ক্লিক করলে আমরা কিছুটা সামনে এগোতে পারবো তাই আপনাদের সাহায্য একান্ত কামনা করি 

__________________________________________
দেখে চাচি বোনকে  মায়ের কোলে দিতে যান। কিন্তু মা বোনকে কোলে নেন না। এমনকি ছুঁয়ে দেখছিলেন না। শুধু বলছিলেন বাচ্চাটিকে আমি জন্ম দিয়েছে ঠিকি কিন্তু ও আমার সন্তান না। ভাবি তোমরা ওকে নিয়ে যাও আমার চোখের সামনে থেকে। এটা তোমার সন্তান না। 


মা পাগলের মতো বলছিল, আমি যে কথা দিয়েছি ভাবি তোমাকে আমার সন্তান দিয়ে দিব,,,


মায়ের অবস্থা দেখে হসপিটালের ডাক্তারা বলেন যে পাগলামোর জন্য মা স্টোক করতে পারেন। বাবা তখন অনেক ভয় পেয়ে যান। আমি আর আমার ভাই মাকে জরিয়ে ধরে ছিলাম ঠিকি কিন্তু মা তার সদ্য জন্ম নেওয়া সন্তানের জন্য সে পাগল হয়ে যাচ্ছিল।

এরপরে মায়ের অবস্থা দেখে একজন সিনিয়র ডক্টর বলেন, বাবা যেন মাকে কোন আশ্রমে থেকে বা কোথাও থেকে ছোট বাচ্চা এনে দেয়।


বাবা আর উপায় না পেয়ে বস্তি থেকে ছোট একটা ছেলে বাচ্চা নিয়ে আসে। বাচ্চাটির তখন বয়স ছিল চার দিন।বাচ্চাটির মা বাচ্চাটিকে জন্ম দিয়ে মারা যান,,, 


আমারা সবাই দেখে আবাক হয়ে গিয়েছিলাম  যখন বাচ্চাটিকে মায়ের কোলে  দেওয়া হল মা তখন আস্তে আস্তে শান্ত হয়ে যায়। বাচ্চাকে ধরে অসংখ্য চুমু দিতে থাকে। মা একদম সুস্থ হয়ে।


আজ আমার সেই ছোট বোনটি চাচা- চাচির কাছে থাকে। চাচি বোনটির নাম রাখে হুমাইরা। চাচি হুমাইরাকে অনেক ভালোবাসে। হুমাইরাও চাচিকে অনেক ভালোবাসে। চাচি এখনো মাকে কৃতজ্ঞতা জানান। মাঝে মাঝে আমার মনে হয় চাচি আর মা আপন বোন। 


এখনো সেইদিনের কথা মনে পড়লে গায়ের লোমগুলি খাড়া হয়ে উঠে। তখন বুঝিনি ঠিকি কিন্তু এখন বুঝি মা কী জিনিস। মায়ের কাছে যে তার সব সন্তান#তৃষ্ণার মতো।মা এখনো আমার সেই ভাইটিকে আর আমাদেরকে অনেক ভালোবাসে। 

পৃথিবীর প্রত্যেক মা যে প্রতিটি সন্তানদের সমান ভালোবাসে,,, 

(সমাপ্ত) 

#মায়ের_তৃষ্ণা 

লেখা :জাবিন_মাছুরা


[কারো যদি গল্পটা পড়ে সময় নষ্ট হয় তাহলে আমি আন্তরিক ভাবে দুঃখিত। দয়া করে মাকে সম্মান করুন। মনে রাখবেন মায়ের কাছে তার সব সন্তানের জন্য ভালোবাসা সমান]

-----------------------------------------------------------------------------

Golpo Earth কে সামনে আগাতে অবশ্যই আমাদের পাশে থাকুন । ✊পাশে থাকার জন্য অবশ্যই নিচে দিয়ে ফটোতে ক্লিক করবেন নিচে দেওয়া ফটোতে ক্লিক করলে আমরা কিছুটা সামনে এগোতে পারবো তাই আপনাদের সাহায্য একান্ত কামনা করি  👇👌

_______________________________________________

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

buttons=(Accept !) days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !