ছেলেটি গরিব বলে । পর্ব ১০

 


গল্প. ছেলেটি গরিব বলে 

পর্ব.১০

লেখক. আরিয়ান আহমেদ শুভ 


,,

,,

বর্ষা. বলো সজিব শুভ কোথাই আছে

সজিব. জানিনা বর্ষা সেদিন তাকে তুমি অপমান করার পর কোথাই যেন চলে গেছে আর আমার সাথে কোন যোগাযোগ রাখেনি আমাকে কিছু বলেও যাইনি ঠিক তখনই সজিবের মোবাইলে ফোন আসে 

সজিব ফোন পকেট থেকে বের করতেই বর্ষা তার থেকে ছো মেরে কেড়ে নিয়ে স্কিনে দেখতে পাই শুভ নাম টা ভেসে উঠছে বর্ষা ফোন রিসিব করে কানে ধরে অপাশ থেকে

শুভ. দোস্ত কেমন আছিস আমি এখানে অনেক ভালো আছিরে কেউ এখন আর আমাকে বর্ষার মত ভুল বুঝে কেউ আমাকে তাড়িয়ে দেইনা 

আমাকে কেউ শাসন ও করেনা এখন আমি বিন্দাস দোস্ত 

কি হলে দোস্ত কথা বলছিস না কেন আমি তর সাথে দেখা করিনি দেখে আমার উপর রাগ করছোস ,দোস্ত কথা বল তুই তো জানস বর্ষা সেদিন কি বলে ছিল আমাকে সেখানে দেখলে নাকি তার মরা মুখ দেখতে হবে আমি কি ভাবে পারবো আমার কারনে আমার ভালোবাসার মরা মুখ দেখতে 

দোস্ত তুই আমার সাথে কথা বল বর্ষা না হয় না বুঝে আমাকে দুরে ঠেলে দিয়েছে তুই বর্ষার মত আমাকে জেনে বুঝে দূরে ঠেলে দিস না তুইও যদি তার মতই হস তাহলে কিন্তু আমি মারা যাবো প্লিজ তুই আমার সাথে কথা বল প্লিজ ((কান্না করতে করতে())

((শুভ তো আর সেটা জানলোনা ফোনে তার বন্দু সজিব নই অন্য কেউ ছিল ))

বর্ষা তখন ফোন কেটে দিয়ে কান্না করতে করতে বাড়িতে চলে যাই 


এদিকে শুভ তার বন্ধু সজিব তার সাথে কথা না বলাই মোবাইল সাইলেন্ড করে বালিশের নিচে রেখে ভাবতে থাকে শেষ মেস সজিব ও আমার সাথে কথা বলেনা আমাকে ভুল বুঝে দুরে ঠেলে দিল আমি আর কখনো তাদের নিকট ফোন দিব না এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে যাই শুভ বলতেই পারেনা 


 আমি আপনাদের জন্য এত কষ্ট করে সময় নষ্ট করে গল্প লিখি আপনারা সুন্দর করে পড়ে চুরের মত পালিয়ে যান আপনাদের কি এমন মহাভারত নষ্ট হবে একটা লাইক কমেন্ট করলে আর যারা করে NC next এগলো ছাড়া কি কোন কমেন্ট করা যাইনা 

আর যারা আমার ফ্রেন্ড লিস্টে আছেন তাদের লাইক কমেন্ট দেখে আমার ফ্রেন্ড লিস্টে রাখবো বাকি গুলোকে আনফ্রেন্ড করবো 


দুঃখিত গল্পের মাঝে ডিস্টাব করার জন্য 

এদিকে সজিব একের পর এক শুভ কে ফোন দিয়েই যাচ্ছে কিন্তু শুভর কোন ভ্রুক্ষেপ নাই আর থাকবেই বা কিভাবে সে তো মোবাইল সাইলেন্ড

করে ঘুমিয়ে গেছে 


হঠাৎ দরজার কলিং বেলের আওয়াজে তার ঘুম ভেঙ্গে যাই 

শুভ. এই সকাল বেলা আরার কে এল আমার মহামুল্যবান ঘুম টা নষ্ট করতে 

এদিকে কলিং বেল একের পর এক বেজেই চলছে 

শুভ বিরক্ত হয়ে দরজা খুলে দিয়ে যাকে দেখতে পাই তাতে তার মুখের ভাষা হারিয়ে যাই আরে আপনি কি মনে করে ,,,,,,,,,


https://www.facebook.com/profile.php?id=100058188173720


চলবে ,,


ভাবছিলাম এই পর্বে গল্পটা শেষ করে দিব কিন্তু পাঠক ভাইদের তেমন সাড়া পাইনি তাই আজ এতটুকুই যদি সাড়া পাই তো শেষ পর্বটা দিব নইতো এখানেই শেষ 


ভুল ত্রুটি ক্ষমার দৃস্টিতে দেখবেন

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

buttons=(Accept !) days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !