গল্প, ছেলেটি গরিব বলে
পর্ব ৩
লেখক আরিয়ান আহমেদ শুভ
,,
পরের দিন বর্ষা শুভ কে তার স্কুলে ভর্তি করে দেই
এভাবেই শুরু হয় তাদের পথ চলা
পরে শুভ স্কুল থেকে ফিরে আসলে বর্ষা তার রুমে এসে বলে শুভ এটা বুঝি নাই এটা বুঝি নাই সেটা বুঝি নাই একটু বুঝিয়ে দাও এভাবেই কেটে গেল ২ বছর
তারপর পর থেকে বর্ষা কেন যেন শুভর পিছনে সি আই ডির মত লেগে যাই কখন কি করে কার সাথে কথা বলে ইত্যাদি
হঠাৎ একদিন বর্ষা শুভকে স্কুলে দেখতে পাই একটা মেয়ের সাথে কথা বলছে তখন বর্ষা তাদের দিকে কিছুক্ষন তাকিয়ে থেকে ক্লাসে চলে যাই পরে যখন তাদের ক্লাস শেষ হয় তখন তারা একসাথে গাড়ি করে বাড়ির দিকে ফিরে এর মধ্যে বর্ষা শুভর সাথে একটা কথাও বলেনা অন্য দিন হলে বর্ষা শুভর কান ঝালাপালা করে দিত
কিন্তু আজ বর্ষা একটা কথাও বলছেনা
শুভ অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে এতে বর্ষার কোন ভ্রুক্ষেপ নাই
পরে যখন বাড়িতে আসে তখন বর্ষা তার রুমে চলে যাই
বিকাল শেষে রাত হয়ে যাই তবুও বর্ষা শুভর রুমে আসেনা
এদিকে শুভ ভাবতে থাকে যে মেয়ে দিনে ২০ বার আমার রুমে না আসলে তার পেটের ভাত হজম হয়না আমি কি এমন করলাম যে বর্ষা আমাকে এড়িয়ে চলছে আমার সাথে কথা বলছেনা এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে যাই পরের দিন ঘুম থেকে বর্ষা শুভকে না ডেকে একাই স্কুলে চলে যাই এদিকে শুভ ঘুম থেকে ঘড়ির দিক তাকিয়ে অবাক প্রায় ১০ টা বেজে গেছে পরে শুভ তারাতারি করে ফ্রেস হয়ে স্কুলে চলে যাই
তখন বর্ষাকে দেখতে পাই ক্লাসের দিকে যাচ্ছে
শুভ. বর্ষা দাড়াও
কিন্তু বর্ষা তার কথা না শুনে চলতে থাকে
শুভ . প্লিজ বর্ষা দাড়াও আমার কোন ভুল হলে বল সেটা আমি সুধরে নিবো প্লিজ বর্ষা এভাবে আমাকে এডিয়ে যেওনা আমার সাথে কথা বল যদি তুমি আমার সাথে কথা না বল তাহলে আমি এখান থেকে চলে যাবো
তখনই সজিব বলল আমাকে রেখে তুই কোথাই যাবি
আপনাদের একটা কথা বলতে ভুলেই গেছি এরই মধ্যে শুভর একটা ব্রেসফ্রেন্ড হয়ছে তার নাম তো আগেই বলছি
শুভ. দেখ না সজিব বর্ষা আমার সাথে কথা বলছেনা আমাকে এড়িয়ে চলছে
সজিব. বর্ষা তুমি শুভর সাথে কথা বলছোনা কেন
বর্ষা. তোমার বন্ধুকে বলে দাও আমার সাথে তার কথা বলার কি প্রয়োজন তার তো অনেক মেয়ে ফ্রেন্ড আছে তাদের সাথে কথা বলতে বল
এতখনে শুভর বুঝে আসলো তাকে এড়িয়ে চলার কারন কি
শুভ . বিশ্বাস করো আমি তার সাথে শুধু একটা পড়া নিয়ে কথা বলছি
বর্ষা . সত্যি
আমি.হুম
বর্সা . আমি বলেদিলাম আজকের পর থেকে যদি তুমি কোন মেয়ের দিকে তাকাও বা কথা বল তাহলে কিন্তু তোমার খবর আছে
সেদিন আমার থেকে আর খারাপ কেই হবেনা
আমি. আচ্ছা বাবা বলবো না
বর্ষা .আমার মাথায় হাত রেখে বল
শুভ হাত রেখে বলল
বর্ষা . চল আজ আমরা ক্লাস করবোনা ঘুরতে যাবো
শুভ. হুম চলো
এভাবে তাদের খুন শুটির মধ্যে চলে গেল আরো একটি বছর
হঠাৎ একদিন,,,,,,,,
চলবে,,,,
যারা আমাকে রিকু দেন তারা ছোট্ট করে একটা মেসেজ দিয়ে বলবেন
যে আমি গল্প পড়ি নইতো ঝুলে থাকবেন
https://www.facebook.com/profile.php?id=100058188173720
ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন
কারন লেখক এখনো পিচ্চি😎😎
আর পর্বটি কেমন হয়েছে জানাবেন
যারা আগের পর্ব গুলি পড়েন নাই
তারা আমার টাইমলাইন থেকে পড়ে নিয়েন
ধন্যবাদ সবাই কে সুস্হ থাকবেন ভালো থাকবেন
আল্লাহ হাফেজ..
Thanks for messaging . আমরা আপনার মেসেজ দেখলে আপনাকে অবশ্যই উত্তর দেবো ধন্যবাদ সবাইকে আপনারা চাইলে এখন এখানে পোস্ট করতে পারেন । এই ব্লগে পোস্ট করতে চাইলে অ্যাডমিনের সাথে যোগাযোগ করুন ।