ব্রেস্ট ফ্রেন্ড যখন বউ
পর্ব ০৮
আরিয়ান আহমেদ শুভ
©©©©®® abdul motin©©©©©©©
সকালে বাস তার আপন গন্তব্যে শুভকে নামিয়ে দেয়
শুভ বাস থেকে নেমে শহরের একটি রাস্তা ধরে আনমনে হাটতে থাকে তখনই সে দেখতে পাই একটা প্রাইভেট কার তার দিকেই এদিক সেদিক করে আসছে
শুভ মনে মনে ভাবতে থাকে লোকটি মনে হয় নিশা করছে যার জন্য এভাবে হেলে দুলে গাড়ি চালাচ্ছে এভাবে চললে তো একসিডেন্ট করবে
শুভ একসিডেন্টের কথা ভাবতে না ভাবতেই লোকটির গাড়ি একটি গাছের সাথে ধাক্কা লাগে
শুভ দৌডে গাড়ির কাছে যাই
অতপর লোকটিকে দেখেই আংকেল আপনি ((যে শুভকে হাসপাতালে নিয়ে গিয়েছিল )))
আংকেল কথা বলেন এই বলে শুভ হালকা করে ধাক্কা দেয়
কিন্তু সে কোন কথা বলে না
তাই তারাতারি শুভ তার মোবাইল থেকে একটা কাছের হাসপাতালের লোকেশন বের করে গাড়ি নিয়ে হাসপাতালের দিকে রউনা হয়
কিছুখন পর হাসপাতালে পৌছে
ডাক্তার রা তার অবস্থা দেখে ইমার্জিন্সিতে নিয়ে যাই
শুভ বাহিরে ডাক্তার বের হওয়ার অপেক্ষা করতে থাকে
কিছু খন পর ডাক্তার বের হলে
শুভ// ডাক্তার আংকেলের কি অবস্থা কি হয়ছিলো আংকেলের
ডাক্তার// অতিমাত্রায় চিন্তা আর পেরেশানির কারনে হার্টঅ্যাটাক এসেছিল
সময় মত নিয়ে আসায় তেমন কোন সমস্যা হয়নি
এরপর থেকে তার প্রতি একটু খেয়াল রাখবেন যাতে করে চিন্তা আর পেরেশানি না করে
শুভ// আমি কি ভাবে তার প্রতি খেয়াল রাখবো আমি তো তার আপন কেউ না
ডাক্তার // সরি ভুলে গিয়ে ছিলাম যে আরমান চৌদ্দরীর আপন কেউ নাই
আর এই কথা আমি তাকেই বলবো নি
শুভ/// আচ্ছা, ডাক্তার সাহেব তার সাথে কি এখন দেখা করতে পারবো
ডাক্তার //না জ্ঞান ফিরলে দেখা করতে পারবেন
শুভ, আচ্ছা
অতপর ডাক্তার চলে যায়
শুভ রুগীর জ্ঞান ফিরার অপেক্ষা করতে থাকে
কিছুখন পর একটি নার্স,, আপনাকে রুগী ডাকছে
শুভ,,, ভিতরে গিয়ে আংকেল এখন কেমন লাগছে
আরমান/// ভালো , তুমি আমাকে এখানে নিয়ে এসে অনেক উপকার করছো বাবা
শুভ/// আমি কোন উপকার করিনি আংকেল এটা আপনার উপর আমার দায়িত্ব ছিল আর মানুষ যদি মানুষের উপকার না করে তাহলে কে করবে বলেন
আমার মা ছোট থেকেই এই শিক্ষা দিয়ে বড় করেছে যে যেখানে কোন মানুষ বিপদে বিপদে পড়বে সেখান থেকেই তুমি উদ্ধার করার চেস্টা করবা যদি সেটি চোখের সামনে হয়
আরমান/// ভালো শিক্ষা দিয়েছে তোমাকে ,বাবা তোমাকে কেন যেন চিনা চিনা লাগছে কোথায় যেন দেখেছি মনে হচ্ছে কিন্তু মনে করতে পারছিনা
শুভ// আংকেল আপনি চিন্তা করবেন না ডাক্তার আপনাকে চিন্তা করতে মানা করছে
যদি চিন্তা করেন তাহলে বড় ধরনের সমস্যা হবে
আমাকে আপনার কেন চিনা চিনা মনে হচ্ছে আমি বলছি আমি সেই ছেলে যাকে ঢাকাতে আপনি আমাকে হাসপাতালে নিয়ে গিয়ে ছিলেন
আরমান/// ও ও এবার চিনেছি কিন্তু তুমি আমাদের এই শহরে কি মনে করে
শুভ// আমি আপনার কাছেই আসতে ছিলাম আপনি সেদিন কার্ড দিয়ে বলেছিলেন না যদি কোন হেল্প লাগে তাহলে আমাকে জানাবে
আরমান// হুম বলেছিলাম ,, তো কি হেল্প লাগবে বলো তুমি যা চাইবে আমি তাই তোমার জন্য হেল্প করবো
শুভ// আমি আর পড়া লেখা করবো না তাই একটা চাকরীর জন্য আপনার কাছে আসছি যদি কোন একটি চাকরী আমাকে নিয়ে দিতেন তাহলে আমার জন্য উপকার হতো
আরমান// ও ও এটা তোমার চিন্তা করতে হবেনা তুমি আজ থেকে আমার বাড়িতেই থাকবা আর আমার অফিসেই চাকরি করবা
অতপর তারা আরো কিছুখন গল্প করে বিকালে তারা আরমান সাহেবের বাসায় চলে আসে
৩ দিন পর আংকেল একটা কথা বলার ছিল
আরমান// বলো
শুভ// যেহেতু আরো ২দিন পর থেকে কাজে জয়েন করবো তাই আমি একটু বাসায় যেতে চাই বাসায় আম্মু একা কি করছে না করছে সেখানে আম্মুর অনেক কষ্ট হচ্ছে এখন তো আমার চাকরি হয়ে গেছে তাই মাকে এখানে আনতে চাচ্ছি
আরমান// শুভ যাও তাহলে কিন্তু তোমার মা কি আমার বাসায় থাকবে? আর যদি এখানে থাকতে না চাই তাহলে ,,,,,,,,,, এই বাড়িতে চলে যেও ((একটা ঠিকানা দিয়ে)))
অতপর শুভ রউনা হয় তার বাসার উদ্দেশ্যে
রাতে শুভ বাসায় পৌছে দরজার কড়া লাড়ে
শুভর মা দরঝা খুলে বাবা শুভ তুই আর এই সময়ে
শুভ// চলে আসলাম তোমাকে দেখতে আর নিতে
শুভর মা ,/// আচ্ছা ভিতরে আয় ফ্রেশ হয়ে বস আমি খাবার বেড়ে দিচ্ছি
শুভ// না মা আমি খেয়েছি আর তুমি তোমার কাপড় ভাজ করে ব্যাগে উঠিয়ে রাখো আগামি কাল সকালেই আবার বের হতে হবে
শুভর মা // আমি কোথায় যাবো বাবা সেখানে তর নিজরই কষ্ট হয় আর আমি গেলে আর কষ্ট বেশি হবে
শুভ// আরে মা এখন কোন কষ্ট হবেনা আমি আর পড়ালেখা করবো না আমার চাকরী হয়ে গেছে আমি এখন বসের বাসায় থাকি তোমার কথা বস কে বলাতে একটি ফ্লাট আমাকে দিছে তুমি কোথায় থাকবে মা বসের বাসায় নাকি নতুন ফ্লাটে
শুভর মা /// সত্যি বলছিস বাবা তর চাকরি হয়ছে
শুভ// হুম মা
শুভর মা // তাহলে যেখানে তর ভালো মনে হয় সেখানেই থাকবো
অতপর শুভর মা খুশি মনে কাপড় ভাজ করতে চলে যাই
পরের দিন শুভ তার মাকে নিয়ে শহরের উদ্দেশ্যে রউনা হয়
তারা শহরে পৌছলে শুভ তার মা কে নতুন ফ্লাটে রেখে আরমান সাহেবের সাথে দেখা করতে আসে
পরের দিন শুভ আরমান সাহেবের সাথে অফিসে আসে
চলবে,,,,,
পর্বটি কেমন হয়েছে জানাবেন💅💅
আর ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন 👏🏼👏🏼👏🏼,,
আর NC next না বলে ঘঠন মুলক মন্তব্য করার চেস্টা করবেন
আপনার একটা মন্তব্য আমার নতুন গল্প লেখার উৎসাহ জাগায়
সময় হলে গল্প এমনিতেই দেব 💝💝💞💝
Thanks for messaging . আমরা আপনার মেসেজ দেখলে আপনাকে অবশ্যই উত্তর দেবো ধন্যবাদ সবাইকে আপনারা চাইলে এখন এখানে পোস্ট করতে পারেন । এই ব্লগে পোস্ট করতে চাইলে অ্যাডমিনের সাথে যোগাযোগ করুন ।