ফেসবুক প্রেম
পর্ব ০৩
ছদ্মবেশী আধার মানবী
@@@@@@@@@@@@@@@@@@####
মাহমুদ /// মা আমি আজই ঢাকা যাবো ??
মা // এত তাড়াতাড়ি কেন আর কয়েক টা দিন পরে যা আমার কাছে এখন তো একটা টাকাও নাই তকে দেওয়ার মত
মাহমুদ // মা আমাকে টাকা দিতে হবে না শুধু একটু দোয়া করে দাও যেন ভালো ভাবে লেখাপড়া করতে পারি , আমার কাছে ১০০টাকা আছে তা দিয়েই ঢাকা যাওয়া হয়ে যাবে
অতপর মাহমুদ তার মায়ের থেকে দোয়া নিয়ে রেল স্টিশনে চলে আসে সেখান থেকে ৮০ টাকাই ১টা টিকিট কেটে রেলে উঠে বসে
আর ভাবতে থাকে এই ১ম ঢাকা যাচ্ছি কোথায় থাকবো বা কোথায় যাবো কিছুই তো আমার জানা নাই চিনা নাই কি করবো আমি, না আছে কাছে কোন টাকা না আছে কোন পরিচিত কেউ যে তার কাছে আশ্রয় নিবো এসব ভাবতেই কেউ একজন বলে উঠে
১টি লোক // কি চিন্তা করছো এত আর কোথায় যাবে
মাহমুদ// আমি কিছুনা আংকেল তবে আমি ঢাকাই যাবো পড়ালেখা করার জন্য
লোকটি // কোন জায়গায়
মাহমুদ // লোকটির কাছে তার যাওয়ার ঠিকানা বলে
লোকটি // ওও ভালো
অতপর আরো কিছুখন গল্প করে ঘুমিয়ে যাই
হঠাৎ লোকটির ডাকে ঘুম ভাঙ্গে
লোকটি // তোমার ঠিকানা এসে পরছে
তুমি নেমে এখান থেকে ১০ টাকা গাড়ি ভাড়া দিয়ে তোমার ঠিকানাই চলে যাও
আর যদি হেটে যাও তাহলে ,,,,,,,,,, এই রাস্তা দিয়ে যাও
অতপর মাহমুদ রেল থেকে নেমে ফুটপাতের রাস্তা দিয়ে চলতে থাকে তার গন্তব্যে যাওয়ার জন্য কিন্তু কিছুই সে চিন্তে পারেনা
এদিকে খোদার জালাই পেটে ইদুর লাফাচ্ছে তবুও কষ্ট করে চলতে থাকে
গন্তব্যে পৌছার জন্য চলতে চলতে প্রায় সন্ধা হয়ে যাই তবুও তার গন্তব্য খুজে পাইনা
অতপর একজনলোক কে জিজ্ঞেস করে সেই ঠিকানা সম্পর্কে
লোকটি // তুমি তো বাবা রং রাস্তায় এসে পরেছো তুমি এক কাজ করো তুমি এই রাস্তা দিয়ে চলে যাও সেখানে তোমার ঠিকানা পাবে এই বলে একটা রাস্তা দেখায়
অতপর মাহমুদ লোকটির বলা রাস্তায় চলতে থাকে
চলতে চলতে চতুর দিকে অন্ধকার হয়ে যাই তবুও ঠিকানা খুজে পাইনা তবুও চলাল চেস্টা করে কিন্তু পা আর চলে না খোদার কারনে
অতপর ভেবে নেই তার কাছে ২০ টাকা আছে তাতে কিছু খেয়ে নিবে কিন্তু ১টা দোকান ও দেখছেনা কি করবে সে চিৎকার করে কাদতেও পারছেনা সে
ক্ষুদার্থ পেটে কিছুখন হাটার পর হঠাৎ মাথা ঘুরে পড়ে যাই তাতেই আর কিছু মনে নাই
যখন তার চোখ খুলে সে দেখতে পাই একটি রুমে শুয়ে আছে পাশে একটি সুন্দরী মেয়ে বসে মোবাইল টিপতেছে
মাহমুদ // আমি কোথায় ?? আমি তো রাস্তায় ছিলাম
মেয়েটি /// আপনি এখন আমাদের বাসায় আছেন গতকাল রাতে আব্বু আপনাকে রাস্তায় পড়ে থাকতে ডাক্তার দেখিয়ে বাড়ি নিয়ে আসছে
দাড়ান আমি আব্বুকে ডেকে নিয়ে আসছি এই বলে মেয়েটি চলে যাই
কিছুখন পর একটি মধ্য বয়সি লোক মেয়েটির সাথে আসে
লোকটি // এখন কেমন লাগছে বাবা
মাহমুদ // ভালো আংকেল
লোকটি // তোমার বাসা কই
মাহমুদ // এই শহরে আমার কোন বাসা নেই আমি একটা গ্রাম থাকি , আমার ঢাকাতে একটা কলেজে চান্স পাইছি তাই লেখাপড়া করার জন্য গতকাল ঢাকাই আসছি
লোকটি // তাহলে থাকবে কোথায় সেটা কি ঠিক করছো
মাহমুদ // না আংকেল গতকাল স্টিশনে নেমে আমার কলেজ খুজতেই কোথায় জেন চলে আসছি এখানের রাস্তা তো আমি চিনিনা তাই থাকার জায়গা করতে পারিনাই
লোকটি // দেখি তুমি কোন কলেজে চান্স পাইছো
মাহমুদ. // কাগজ পত্র সব তো আমার ব্যাগে ব্যাগ টি কোথায়
মেয়েটি // দাড়ান আমি ব্যাগ আনতেছি
কিছুখন পর মেয়েটি ব্যাগ নিয়ে চলে আসে
অতপর মাহমুদ ব্যাগ থেকে কাগজ পত্র বের করে লোকটিকে দেখায়
লোকটি // আরে তুমি তো আমার মেয়ে মায়ার কলেজেই চান্স পাইছো
তোমার রেজাল্ট তো অনেক ভালো
আচ্ছা তোমার পরিবারে কে কে আছে
মাহমুদ // আমি আর আমার মা বাবা নেই ছোট থাকতেই মারা গেছে
লোকটি // তাহলে তোমার খরচ চালাবে কে
মাহমুদ // কোন একটা কাজ করে চালিয়ে নেব
লোকটি // আচ্ছা তুমি কি গাড়ি চালাতে পারো
মাহমুদ // হুম আংকেল
লোকটি // তাহলে এক কাজ করো তোমাকে আমার কাছে ভালো ছেলে মনে হয়ছে বিধায় একটি কাজ দিতেছি তুমি আমার মেয়েকে কলেজে নিয়ে যাবে আর নিয়ে আসবে সাথে তুমিও কলেজে পড়বে
কি বলিস মা তর কি কোন সমস্যা হবে
তার মেয়েকে উদ্দেশ্য করে
মায়া // না বাবা
লোকটি তাহলে তো হলই আরেক টা কথা তোমায় বলি আমার মেয়েটাকে একটু পড়াবে মায়া একটুও পরেনা সারাদিন শুধু মোবাইল টিপে
মাহমুদ // সাথে সাথে লোকটির পা জড়িয়ে ধরে কেদে দেয়
লোকটি // আরে একি করছো তুমি আমার পা ধরছো কেন
মাহমুদ /// আমার একটা ভয় ছিল থাকবো কোথায় খাবো কি লেখাপড়া কি ভাবে করবো
আপনি আমাকে লেখা পরা করার সুযোগ দিলেন তাই তাই আপনার একটু পা ধরতে মন চাইছে আংকেল
লোকটি // আরে ধুর তুমি একটা পাগল
পরে আরো কিছু কথা বলে যা কোন একদিন বলবো
অতপর লোকটি মায়া তুই চাইলে মাহমুদ কে ভাইয়া বলতে পারিস না হলে ফ্রেন্ড ও বানাতে পারিস সেটা তর ইখতিয়ার এই বলে লোকটি চলে যাই
মায়া // এই যে মিস্টার মাহমুদ আমি আপনাকে ভাইয়াও বলতে পারবো না আর আপনি করেও বলতে পারবো না
মাহমুদ // তাহলে কি করে ডাকবে জানু সোনা তামা লোহা ইত্যাদি
মায়া // আরে এগুলোতেও চান্স নেই আমার বয়ফ্রেন্ড আছে
মাহমুদ // ১মেই ছ্যাকা দিলেন 😁😁 আচ্ছা তাহলে আমাকে স্যার বলে ডাকবেন যেহেতু আমি আপনাকে পড়াবো
মায়া // ধুর তর স্যার তর কাছেই রাখ আমি তকে নাম ধরে ডাকবো আর বন্ধু হিসেবে তুই করে
মাহমুদ // আচ্ছা মহারানির ইচ্ছা
মায়া // তকেও ডাকতে হবে
মাহমুদ // আচ্ছা ডাকবো আর শোন এখন ফ্রেস হয়ে নিচে আয় নাস্তা কলেজ দেখতে যাবো আর তর ভর্তির কাজ শেষ করে আসবো
এদিকে দিয়া মাহমুদ কে লাইনে না পেয়ে একের পর এক মেসেজ করতে থাকে
কিন্তু মাহমুদ লাইনেও আসেনা তার মেসেজের উত্তর ও দেইনা এতে দিয়া প্রায় পাগল হয়ে যাই
চলবে ,,,
পর্বটি কেমন হয়েছে জানাবেন
আর ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন
Thanks for messaging . আমরা আপনার মেসেজ দেখলে আপনাকে অবশ্যই উত্তর দেবো ধন্যবাদ সবাইকে আপনারা চাইলে এখন এখানে পোস্ট করতে পারেন । এই ব্লগে পোস্ট করতে চাইলে অ্যাডমিনের সাথে যোগাযোগ করুন ।