মামাতো বোন যখন ex গার্লফ্রেন্ড । পর্ব ১৩

 


মামাতো বোন যখন ex গার্লফ্রেন্ড

পর্ব ১৩

আরিয়ান আহমেদ শুভ

💁🖐️💁🖐️💁🖐️💁🖐️💁☁️🙆☁️☁️🙆☁️☁️🙆☁️☁️🙆☁️☁️🙆☁️

শুভ চখ খুলে পুস্পাকে তার বুকের উপর দেখতে পেয়ে শুভ তাকে তার বক থেকে ছাড়িয়ে ঠাসসস ঠাসসস তর সাহস কি করে হলো আমার রুমে আসার তর বাবা মা তকে কখনো ভদ্রতা শিখাইনি যে কোন পর পুরুষের রুমে ঢুকতে হলে তার অনুমতি লাগে যাহ তুই এখনি আমার চখের সামনে থেকে সর না হলে আমার থেকে বেশি কেউ খারাপ হবেনা

পুস্পা/// তখনই শুভর পা জড়িয়ে ধরে কেদে কেদে বলে আমাকে ক্ষমা করে দাও
আমি না বুজে না যেনে তোমাকে কষ্ট দিয়েছি আমাকে ক্ষমা করে দিয়ে তোমার বুকে টেনে নাও বিশ্বাস করো শুভ আমি তোমাকে আর কখনো ছেড়ে যাবো না

শুভ// তর ড্রামা শেষ হলে তুই যেতে পারিস

কি বললি তকে বিশ্বাস করবো একবার বিশ্বাস করে কত টুকু ভুল করে ছিলাম সেটা আমি হারে হারে টের পাচ্ছি  এখন আর সেই ভুল টা করতে চাইনা

আর তর তো সেই কোটি পতি বয়ফ্রেন্ড আছেই তার কাছে যা
নাকি সে তকে ব্যবহার করে ছেড়ে দিছে এখন কোন জায়গা না পেয়ে এই ছোট লোকের কাছে ছোটে এসেছিস

পুস্পা// শুভ বিস্বাস করো তুমি ছাড়া আমার আর রোন বয়ফ্রেন্ড ছিলনা না আছে বা কখনো থাকবে আমি শুধু তোমাকেই ভালোবাসি

শুভ // তুই ছেড়ে যাওয়ার পর হাসিটা ভূলে গিয়ে ছিলাম এখন তর কথাই খুবই হাসি পাচ্ছে তখন শুহ খিল খিল করে হাসতে হাসতে বলে সেদিন তুই নিজের মুখেই তর কোটি পতি বয়ফ্রেন্ড দেখিয়ে ছিলি আর আজ তুই বলছিস তর বয়ফ্রেন্ড নাই 😁😁😁

পুস্পা// বিশ্বাস কর আমি সত্যি বলছি সেদিন তোমাকে ভুল বুঝানোর জন্য
আমি এমন নাটক করেছিলাম যাতে তুমি আমাকে ভুলে যাও

শুভ// কেন করেছিলি

পুস্পা পরে তার দাদুর বলা কথা গুলি শুনাই

শুভ// তার মানে তর দাদুকে খুশি করার জন্য আমার সাথে এমন করছিস

বাহ তর ভালোবাসার প্রশংসা করতে হয়
সেদিন তর দাদু আমাকে ভুলে যেতে বলেছিলো তার জন্য তুই আমার সাথে এমন করেছিস

আবার যদি তকে বিশ্বাস করে মেনে নেই
তাহলে তকে যদি কোনদিন তর বাবা আমাকে ভুলে যেতে বলে সেদিন যে তুই আমাকে ভুলে যাবিনা সেটার কি গ্যারান্টি আছে দেখ তর অনেক কাহিনি শুনেছি এবার তুই আমার রুম থেকে চলে যা তকে কখনো আমি মেনে নিতে পারবো না তর জন্য আমার এই মনে কিঞ্চিত পরিমানো ভালোবাসা নেই আছে শুধু পাহাড় সমান ঘৃনা আর অভিমান

পুস্পা// একটি বার ক্ষমা করে দিয়ে বুকে টেনে নাও আমি আর কখনো তোমাকে ভুলে যাবোনা

পুস্পার কথা শুনে শুভ রেগে যাই আর তাতে পুস্পাকে ধরে ঠাসস ঠাসসস তকে কি বলছি তুই আমার রুম থেকে চলে যা তর মত ছলনাময়ীকে দেখলে আমার ঘৃন্না লাগে

পুস্পা // তখন শক্ত করে শুভর পা জড়িয়ে ধরে

শুভ// পা ছাড় বলছি

পুস্পা// তুমি আমাকে ক্ষমা বী করা পর্যন্ত আমি তোমার পা ছাড়বো না

শুভ// তার পা ঝটকা দিয়ে ছাড়িয়ে নেই
অতপর পুস্পাকে ধাক্কা দিয়ে তার রুম থেকে বের করে দেয়

পুস্পা তখন দৌড়ে তার ফুপির রুমে গিয়ে তার ফুপিকে ঝড়িয়ে ধরে কান্না করতে করতে বলে ফুপি তোমার ছেলেকে বলোনা যেন আমাকে ক্ষমা করে দেয় আমাকে যেন আবার তার বুকে টেনে নেই আমি তোমার ছেলেকে ছাড়া বাচবো না ফুপি
বলোনা ফুপি যেন আমাকে মাপ করে দেয়

ফুপি// তুই কিসের কথা বলছিস  কিসের মাপ কিসের মেনে নেওয়া

পুষ্পা// ভার্সিটিতে আমি  আর তোমার ছেলে একে অপর কে ভালেবাসতাম
কিন্তু আমি তোমার কারনেই তাকে আমি কষ্ট দিয়েছি গালি দিয়েছি

ফুপি // আমার জন্য মানে//?!?
পুস্পা// এখানেও তার দাদুর বলা কথা গুলি বলে

ফুপি// সরি পুস্পা আমি তোমার জন্য আমার ছেলের কাছে কোন শুপারিস করতে পারবোনা
তুমি একজন কে ভালোবাসবে আবার আরেক জনের কথাই তাকে ভুলে যাবে ভালোবাসা কোন পুতুল খেলা না যে যখন ইচ্ছা তখন কাছে নিলা আবার ভালো লাগলো না ছেড়ে দিলা

কারো মন একবার ভেঙ্গে গেলে সেটি এত সহজে জুরা লাগেনা পুস্পা তুমিও ঠিক আমার ছেলের মন ভেঙ্গেছো আমি বলতে পারবো না

পুস্পা // কারো বলতে হবে না ছোট বেলাই মা কে হারিয়ে ছি মায়ের আদর কখনো পাইনি কেউ কখনো আমাকে কোনটা ভালো কোন টা মন্দ শিখাই যখন কেউ কোনটা বলেছে আমি সেটাই ভালো মনে করে করছি
ভাবছিলাম তুমি আমাকে মায়ের আদর দিবে দিবে আমি কোন অপরাদ করলে মেয়ে মনে করে আমাকে ক্ষমা করে দিবে
কিন্তু আমার ধারনা ভুল ছিল

তোমাকে আর বলতে হবেনা তোমার ছেলেকে আমারে মাফ করে দিতে আমি খারাপ অহংকারি মেয়ে তোমার ছেলে অনেক ভালো তাকে ভালো একটা মেয়ে দেখে বিয়ে করাই য়ো 

আমি চলে যাবো অনেক দুরে যখানে গেলে আর ফিরে আসবো না তোমাদের ও এই খারাপ মেয়েটাকে আর দেখতে হবেনা
বাই ফুপি ভালো থেকে

এই বলে চলে যেতেই //////

চলবে????????

একজনে বলেছে এই গল্প নাকি আমি কপি করছি

👉🏽👉🏽👉🏽শ্রাবন রায়ের https://www.facebook.com/sra.bon.3572846.  থেকে👈👈👈👈
আপনারা তার গল্প পড়ে আমাকে একটু বলবেন তার গল্পের সাথে আমার গল্পের কোন লাইন মিল আছে কিনা 

ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

buttons=(Accept !) days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !