মামাতো বোন যখন ex গার্লফ্রেন্ড
পর্ব 10
আরিয়ান আহমেদ শুভ
😊😊😋🙎🏼♀🙎🏼♀🙅🏼♀🙎🏼♀🙅🏼♀🙅🏼♀🙅🏼♀🙅🏼♀🙎🏼♀🙅🏼♀
আমার নানু ভাইটা কই ডাক দে মা আমার নানু ভাইটাকে দেখি
পুস্পার ফুপি // বাবা সে এখন ঢাকাই আছে পড়তে গেছে
দাদু // আজ আমার নানু ভাইটাকে দেখতে পারবো না
ফুপি// কি ভাবে দেখবে বাবা সে থাকলে না দেখবে
আচ্ছা তোমরা বস আমি তোমাদের জন্য খাবার রান্না করি
পুস্পা// ফুপি না আজ আমরা কিছুই খাবো না তোমাকে নিয়ে বাড়ি গিয়ে তারপর সেখানে রান্না করে খাবো
ফুপি,, তা কি করে হয় তোমরা আজ প্রথম আমার বাড়িতে আসলে
দাদু // না মা তুমি রেড়ি হও
এখন ভেজাল করার দরকার নেই
আমরা এখনই চলে যাবো
ফুপি// না বাবা আমি কোথাও যাবোনা আমার ছেলেকে ছাড়া
পুস্পা// তাহলে ফুপি তোমার ছেলে কে ফোন দিয়ে আসতে বল না হলে আমাকে নাম্বার দাও আমি বলি
ফুপি,, আচ্ছা আমি বলছি
এই বলে তার ছেলের নাম্বারে ফোন দেই
ক্রিং ক্রিং
মা ছেলের কথোপকথন
হেল মা কেমন আছো তুমি ((ছেলে)))
মা/// আমি ভালি আছি বাবা তুই কেমন আছিস
ছেলে // আমি ভালো আছি
মা// তর গলা এমন শুন যাচ্চে কেন
বাবা শুভ তর শরীর খারাপ নাকি
((((((পুস্পার ফুপির মুখে শুভর নাম শুনে
পুষ্পার শুভর কথা মনে পরে যাই
পুস্পা ভাবতে থাকে পাগল টা না জানি আমার জন্য কেমন করছে আমি এতটা সার্থপর যে পাগল টাকে কষ্ট দিয়ে চলে আসলাম আমি কি ভাবে পারলাম আমার জানটাকে এভাবে কষ্ট দিতে তাকে ছাড়া কি আমি সুখে থাকতে পারবো এসব ভাবতে ভাবতে মন খারাপ করে বসে থাকে))))))
ছেলে// না মা এমনি
মা// তুই আমার কাছে কিছু লোকাচ্ছিস বাবা তুই না বাবা আমাকে তর ব্রেস্টফ্রেন্ড ভাবিস তর কি হয়ছে খুলে বল বাবা
ছেলে/// মা আমি বাসায় আসতেছি তখন বলবো নি
মা // আচ্ছা বাবা আসোই আমিও এই জন্যই ফোন দিছিলাম
পুস্পা // মন খারাপ করে ফুপি তোমার ছেলে কি বললো আসবে কি
ফুপি,, হুম আসতে ছে
পুষ্পা ,, তাহলে তোমার ছেলে আসুক আমারা চলে যাই
দুইদিন পর আসবোনি
ফুপি// তা কি করে হয় তোমরা থাকো শুভ আসুক তারপর একসাথে যাবো
দাদু// না রে মা বাসাই অনেক কাজ ফেলে এসেছি আজ যেতেই হবে
ফুপি// অন্তত কিছু খেয়ে যাও
না মা তর কষ্ট হবে
আমরা চললাম
এই বলে তারা চলে যাই
এদিকে শুভর মা ভাবতে থাকে আমার ছেলেটা আসলে তাকে বড় ধরনের একটা সারপ্রাইজ দিব
আমার ছেলেটা কত আনন্দ পাবে খুশি হবে
অতপর তার মা তার জন্য তার পছন্দের খাবার রান্না করে
রাতে হঠাৎ দরজায় করা নাই
শুভর মা দরঝা খুলে দেখে তার ছেলে শুভ এসেছে
মা// বাবা তর এই অবস্থা কেন ভালো করে খাওয়া দাওয়া করিস নাকি
শুভ// মা , আমি একদমই ঠিক আছি
মা , আচ্ছা যা বাবা ফ্রেস হয়ে আয় আমি তর পছন্দের খাবার রান্না করছি
অতপর শুভ ফ্রেস হয়ে খাবার খেয়ে ঘুমিয়ে যাই
পরেরদিন শুভ ঘোম থেকে উঠে খানা খেয়ে তার প্রতিবেশী বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে যাই বিকেলে শুভ বাসায় ফিরে
তার মায়ের সাথে গল্প করতে থাকে
মা// একটা প্রশ্ন বাবা তুই এখন আগের মত হাসি খুশি থাকিস না কেন এই যে আসার পর থেকে দেখছি সব সময় মন মরা হয়ে বসে থাকিস কি হয়ছে বাবা বল আমাকে আমি না তর ব্রেস্ট ফ্রেন্ড
অতপর শুভ, তার মায়ের কুলে মাথা রেখে
পুস্পার সাথে ঘটা সমস্ত তার মাকে খুলে বলে তার বলা শেষ হতেই কে যানি দরঝাই কড়া নাড়ে অতপর শুভ দরঝা খুলতেই চমকে উঠে
পর্বটা লিখতে একটুও মনযোগ ছিলনা
আমিও জানি পর্বটা ভালো হয়নি
লিখতে হঠাৎ কেন যানি মন খারাপ হয়ে যায় কি লিখছি নিজেও জানি না
ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন
তবে পরের পাঠে থাকবে ধামাকা
Thanks for messaging . আমরা আপনার মেসেজ দেখলে আপনাকে অবশ্যই উত্তর দেবো ধন্যবাদ সবাইকে আপনারা চাইলে এখন এখানে পোস্ট করতে পারেন । এই ব্লগে পোস্ট করতে চাইলে অ্যাডমিনের সাথে যোগাযোগ করুন ।