অহংকারি ex বউ যখন অফিসের বস । পর্ব ২

 


অহংকারি ex বউ যখন অফিসের বস


পর্ব ০২


আরিয়ান আহমেদ শুভ


💃🏽💃🏽💃🏽💃🏽💃🏽💃🏽💃🏽💃🏽💃🏽💃🏽💃🏽💃🏽💃🏽💃🏽💃🏽


শুভ গাড় ঘুরিয়ে আমজাদ খানকে দেখে চমকে উঠে 


আমজাদ// একি শুভ তোমার চখে পানি , আর তুমি বেলকনিতে দাড়িয়ে থেকে আকাশের দিকে তাকিয়ে কি ভাবছো 


সকলে কত সুন্দর আনন্দ করছে আর তুমি এখানে দাড়িয়ে থেকে কান্না করছো 

কেন কি হয়ছে তোমার ?? জানা থাকা সত্যেও


শুভ/// আংকেল আব্বু আম্মুর কথা খুব মনে পরছে তাই চোখদিয়ে পানি ঝরছে 


আমজাদ// তোমাকে ১০, ১৫ বছর ধরে দেখে আসছি তুমি যে মিথ্যা কথা ঠিক ভাবে বলতে পারোনা 


এত বছরে তোমাকে কোন দিন দেখিনি তোমার আব্বু আম্মুর জন্য কান্না করতে 

আজ তুমি বলছো তাদের কথা মনে পরছে


তুমি আজ কেন এমন করছো আমি জানি শুভ 


তুমি যে আদিলার জন্য কান্না করছো 

তুমি যে আদিলাকে ভালোবাসো ভাবতেছো যাকে ভালোবাসি সে চলে যাবে আজ অন্যের ঘরে বউ হয়ে 

,তুমি কি করে সেটি সহ্য করবে তুমি না পারতেছো আমাকে বলতে না পারতেছো আদিলা কে বলতে 


তুমি আজ সেগুলো ভেবেই চখের জল ফেলতেছো 


আমি আগে থেকেই জানতাম তুমি আমার মেয়েকে ভালোবাসো তাকে নিয়ে সুখে সংসার করতে চাও 

সেই জন্য তুমি আদিলার আশে পাশে সব সময় ঘুরঘুর করতে তাকে বুঝানোর জন্য যে তুমি তাকে ভালো বাসো কিন্তু সে কিছুতেই তা বুঝতো না আরো উল্টা তোমাকে কষ্ট দিত 


তোমাকে আদিলা নানা রকম ভাবে কষ্ট দিলেও সেটি তুমি ভালোবাসা হিসেবেই নিতে তার উপর কখনো রাগ করতে না 


যেদিন থেকে আদিলার বিয়ে ঠিক হয়েছে সেদিন থেকেই তোমার প্রতি লক্ষ্য করছি তুমি সারাদিন মন খারাপ করে বসে থাকো 


তুমি বড্ড বোকা তোমার সাথে আমি বন্ধুর মত ব্যবহার করি তুমি যদি একটি বার মুখ ফোটে আমাকে বলতে আমি আদিলাকে ভালোবাসি তাকে আমার হাতে তুলে দেন 

 বিশ্বাস করো আমি একটুও রাগ করতাম না আমি আদিলাকে হাসি মুখে তোমার হাতে তুলে দিতাম 

কিন্তু তুমি কখনো আমাকে বা তাকে মুখ ফোটে বলতে পারোনি তাই আমি আদিলার বিয়ে ঠিক করে ফেলেছি 

অন্য জাইগাই


শুভ// তখন শুভ আদিলার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে আংকেল তাকে অন্য কোথাও বিয়ে দিয়েন না আমি তাকে ছাড়া বাচবোনা তাকে বড্ড বেশি ভালো বাসি আংকেল তাকে না পেলে আমি মরে যাবো


আদিলার বাবা /// তুমি এই কথা বলতে বেশি দেরী করে ফেলেছো আমার এখন কিছু করার নাই তাদের কে কথা দিয়ে ফেলেছি আর তুমি জানও আজ তাদের বিয়ে


আর শুন এই পাঞ্জাবি টা পরে নাও আদিলার শশুর বাড়ি তোমাকেই যেতে হবে তারাতারি রেড়ি হয়ে নিচে আসো 

এই বলে আমজাদ খান চলে যাই 


আদিলার বাবার কথা শুনে শুভ পাথরের মত হয়ে সেখানেই দাড়িয়ে থেকে ভাবতে থাকে যাকে ভালোবাসি 

যাকে নিয়ে সারা জিবন সুখে সংসার করবো বলে শপ্ন দেখতাম আজ তার আত্মীয় হয়ে তার শশুর বাড়ি যেতে হবে না না তা কখনই হতে পারে না আমি তা কখনই পারবো না আমি পারবো না আদিলার শশুর বাড়ি যেতে 


যার জন্য আমার এই জিবন সেই যদি আমার না হয় তাহলে এ জিবন রেখে আমার কি লাভ কি করবো আমি বেচে থেকে 


তাকে ছেড়ে চলে যাবো না ফেরার দেশে 

আর কখনো কখনো বলবো না তাকে ভালোবাসি 


 শুভ এই বলে সেখান থেকে ঘরে চলে আসে 

এদিকে সবাই আনন্দ করছে আর ঐ দিকে শুভ তার রুমে গিয়ে জুলন্ত ফ্যানের সাথে দড়ি পেচিয়ে গলাই দিবে আত্মহত্যা করার জন্য 


ঠিক সেই সময় তার কান একটা আওয়াজ ভেসে আসে 


এত তাড়াতাড়ি তুমি পরাজয় বরন করে নিলে তোমার ভালোবাসার কাছে 

শুভ পরিস্থিতির সাথে মোকাবেলা করতে শিখ 

নইতো চুরের মত এভাবেই আত্মহত্যা করে জিবন টা শেষ করে দিতে হবে 


এখনো অনেক সময় আছে যার জন্য জিবন দিতে চাচ্ছো তাকে তুমি আপন করে নিতে পারো 


শুভ// কথা গুলি শুনে এদিক সেদিক তাকাই কে বলছে তাকে খোজার জন্য 

কিন্তু কাওকে দেখতে পাইনা সে 

হঠাৎ দরজার কাছে কিছু যেন একটা দেখতে পাই 

তাই শুভ দরজা খুলে যাকে দেখে তাকে দেখে শুভর গলা শুকিয়ে যাই 


চলবে ______////////_______


বিঃদ্রঃ আদিলার বাবা শুভর ভালোবাসা জানা সত্যেও সে শুভকে কেন এমন কথা বলল 


আর বিয়ে ই বা কেন ঠিক করলো 


এ নিয়ে কোন কমেন্ট করবেন না 

তা আগামি পর্বে খুলাছা করা হবে 


পর্বটি কেমন হয়েছে জানাবেন


আর ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

buttons=(Accept !) days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !