অহংকারি ex বউ যখন অফিসের বস । পর্ব ৭

 


অহংকারি Ex বউ যখন অফিসের বস


পর্ব ০৭ 


আরিয়ান আহমেদ শুভ


💗💗💗💗💗💗💗💝💝💝💝💝💝💝💓


দীর্ঘ ১৫ দিন পরে যখন শুভর জ্ঞান ফিরে তখন তার পাশে আদিলার বাবা আর মা কে দেখতে পাই 


আদিলার বাবা// বাবা তর জ্ঞান ফিরছে এখন কেমন লাগছে 


শুভ// ভালো 


আদিলার বাবা/// বাবা আমাকে তুই মাফ করে দিস আজ আমার জন্যই তর এই অবস্থা আমি বুঝতে পারিনাই আমার মেয়েটা এত খারাপ এত জগন্য 


আমি তাকে তর হাতে তুলে দিয়ে অনেক ভুল করেছি সে তর মত ছেলে তার লাইফ পাটনার হিসেবে পাওয়ার যোগ্য না 


কোন বাবা চাইনা তার মেয়ের সংসার ভেঙ্গে যাক , ঠিক আমিও চাইতাম না কিন্তু এখন তার অবস্থা দেখে আমি আর চাইনা তদের সংসার টিকে থাকুক তকে আবার সে কষ্ট দেয় 


আমি বাবা হয়ে তদের ডিভস করিয়ে তকে ভালো একটা মেয়ে দেখে বিয়ে করাবো তবুও তুই আমাকে মাফ করে দে 


শুভ// আংকেল আপনি এগুলা কি বলছেন পাগল হয়ছেন নাকি 


আপনি আমার বাবার মত আর বাবার সন্তানের কাছে ক্ষমা চাওয়া এটা শুভা পাইনা আংকেল আর আপনি কোন ভুল করেন নি  

তাহলে কেন আমার কাছে মাফ চাইতেছেন আমি তাকে ভালোবেসে ছিলাম আর ভালোবেসেই যাবো 


আমার কপাল টাই খারাপ যাকে ভালোবাসলাম যাকে নিয়ে ঘর বাধার সপ্ন দেখতাম সে আমাকে দেখতেই পারেনা জানিনা কেন আমার উপর তার এত জিৎ আজ হয়তো বুজতে পারতেছেনা আমাকে কষ্ট দিচ্ছে একদিন ঠিকই বুঝে আসবে তার সেই দিনটা অপেক্ষায় আছি যদি সে আমাকে আরো মারতে চাই কষ্ট দিতে চাই দিবে আমি তার পিছনে আঠার মত লেগেই থাকবো একদিন তো সে আমার ভালোবাসা বুঝবে 


আর আংকেল এমন কথা আর কখনো মুখে আনবেন না জন্ম মৃত্যু একবারই হয় তেমনি বিয়ে টাও আমি তাদের মধ্যেই ধরি 


আদিলা যত পারুক আমাকে কষ্ট দিক একদিন তো আমাকে ভালোবাসবে আমি সেই অপেক্ষাই থাকবো আংকেল আপনার কাছে হাত জুর করে বলছি আমাদের সংসার আপনি ভাংবেন না যদিও সে আমারে আরো কষ্ট দেয়


আদিলার বাবা // শুভর কথা শুনার সাথে সাথে শুভকে জড়িয়ে ধরে কেদে দেই তুই অনেক ভালো রে আমার মেয়েটা কেন বুঝতেছে না সে কাকে সে হারাতে চলছে 


তখনই একটা ডাক্তার রুমে আসে 

ডাক্তার// আপনারা এখন বাহিরে যান রুগীরে চেকাপ করবো 


ডাক্তারের কথা শুনে তারা বের হয়ে যাই 


কিছুক্ষন পর ডাক্তার শুভকে চেকাপ করে বের হলে 


আদিলার বাবা// ডাক্তার সাহেব তাকে কি আমরা বাসায় নিতে পারি 


ডাক্তার// আজ পারবেন না আগামি কাল নিয়ে যাবেন এই বলে ডাক্তার চলে যাই 


পরের দিন আদিলার বাবা শুভকে বাসায় নিয়ে আসে 


এদিকে আদিলার শুভর কথা একটি বারেও মনে পরেনি সে চলছে তার মত বিন্দাস লাইফে 


১৫ দিন পর শুভ মোটামুটি সুস্থ হয়ে উঠে 


এদিকে আদিলা তার ফ্লাটে একাএকা থাকতে তার ভালো লাগছেনা তাই সে তার বাবার বাসাই চলে আসে 


অতপর সে তার নিজের রুমে গিয়ে শুভকে তার রুমে শুয়ে থাকতে দেখতে পাই এতে আদিলা রেগে যাই কুত্তার বাচ্চা তর সাহস কি করে হলো আমার রুমে আমার বিছানায় শুয়ে থাকার তকে আজ আমি মেরেই ফেলবো আমার বিছানায় অনুমতি ছাড়া তুই কেন শুয়েছিস আর আর তর মত ছোট লোকের এরকম বেডে শুয়ে থাকা মানাই না তুই অনেক বড় অন্যায় করে ফেলছিস 


তর জন্য বাবা আমার গায়ে হাত তুলছে যে বাবা কখনে আমাকে ধমক দিয়ে কথা বলে নাই 

আমার মা আমাকে ভুল বুঝছে আমার সাথে কথা বলেনা 


তকে আজ আমি মেরেই ফেলবো এই বলে সে লাঠি খুজতে লাগে 


অতপর লাঠি নিয়ে মারতে যাবে তখনই হঠাৎ সে মাথা ঘুরে মাটিতে পরে সেন্সলেস হয়ে যাই 


অতপর শুভ তাকে ধরে হাসপাতালে নিয়ে সাথে তার বাবা মা ও যাই 


অতপর ডাক্তার আদিলাকে চেকাপ করে বের হয়ে আসে 


আদিলার বাবা// কি হয়ছে ডাক্তার আমার মেয়েটার 


ডাক্তার /// মিষ্টি মুখ করান আপনি নানা হতে চলছেন 


আদিলার বাবা মা /// কিহহ্হ্  


ডাক্তার // হুম 


ডাক্তারের কথা শুনে তারা খুশিতে আত্মহারা হয়ে যাই 

এই হিসেবে যে আদিলা তার সন্তানের দিকে তাকিয়ে হলেও শুভকে মেনে নেবে 


অতপর আদিলার বাবা// তোমরা থাকো আমি মিষ্টি নিয়ে আসি 


আদিলার মা// আমিও যাবো তোমার সাথে 


আদিলার বাবা // আচ্ছা চলো 


অতপর শুভকে রেখে তারা মিষ্টি আনতে চলে যাই 


এদিকে শুভ গিয়ে আদিলার পাশে বসে জ্ঞান ফিরার অপেক্ষায় বসে থাকে 


কিছুখন পর আদিলার জ্ঞান ফিরলে 


আদিলা// এই ছোট লোকের বাচ্চা আমি এখানে কেন আমি তো রুমে ছিলাম আমাকে এখানে কে নিয়ে আসলো 

আর আমার বাবা মা কোথাই 


শুভ// আপনার বাবা মা মিষ্টি আনতে গেছে মানুষ দের খাওয়াবে বলে 


আদিলা// কিহহ্! কি জন্য 


শুভ// আপনি মা হতে চলছেন তাই সবাই কে মিষ্টি খাওয়াবে 


আদিলা// কি বললি আমি মা হতে চলছি তার মানে সেদিনের জন্যই তর বাচ্চা আমার পেটে 


আমি তর মত নির্লজ্য বেহায়ার এই বাচ্চা আমার পেটে লালন পালন করতে পারবো না আমি এখনই নষ্ট করে দিবো এই বলে আদিলা বেড থেকে উঠে বের হতে লাগে তখনই শুভ,,,,,,________/////////_______________

যারা আমাকে রিকু দেন তারা মেসেজ দিয়ে জানাবেন নইতো ঝুলেই থাকবেন 


পর্বটি ছোট হয়ছে কেউ বলবেন না 

একটা সমস্যাই ছিলাম তাই এতটুকু লিখছি 

আগামি পর্ব বড় করে দিবো 


চলবে,,,,,,,


পর্বটি কেমন হয়েছে জানাবেন💅💅


আর ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন 👏🏼👏🏼👏🏼

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

buttons=(Accept !) days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !