অহংকারি ex বউ যখন অফিসের বস
পর্ব ০৮
আরিয়ান আহমেদ শুভ
🌍🌍🌍🌍🌍🌍🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
আমি বাচ্চা এখনি নষ্ট করে দিব তর এই বাচ্চা আমি আমার পেটে লালিত পালিত করতে পারবোনা এই বলে আদিলা বেড থেকে উঠে বাহিরে যেতে লাগে
তখন শুভ আদিলার পা জড়িয়ে ধরে আপনার দোহায় লাগে এই নিষ্পাপ বাচ্চাটার কোন দোস নেই তাকে নষ্ট করিয়েন না তার জিবনের বিনিময়ে আপনি আমাকে যা করতে বলবেন আমি করবো তবুও তাকে নষ্ট করবেন না
আদিলা // আচ্ছা যদি তুই আমার দুইটা শর্ত মানতে পারিস তাহলে তর এই সন্তান পেটে রাখবো না হলে আমি তাকে নষ্ট করে দেব
শুভ// বলেন আপনার শর্ত
আদিলা/// ((১)) তর সন্তান দুনিয়াতে আসার আগ পর্যন্ত তুই আমার চাকর হয়ে থাকবি আমি তকে যা করতে বলবো তাই করবি এবং আমার বাবা মা কে তুই বুঝাবি যে আমি তকে কষ্ট দিলে তারা যেন কিছু না বলে
তকে কষ্ট দিলে যদি আমার মা বাবা কিছু বলে তাহলে আমি তর এই সন্তান নষ্ট করে দিবো
((২)) তর সন্তান এটা দুনিয়াতে আসলেই তাকে নিয়ে তুই আমার জিবন থেকে চির জিবনের জন্য চলে যাবি ডিভস পেপারে সাইন করে
যদি তুই এই দুই শর্তে রাজী থাকিস তাহলে আমি তর এই সন্তান আমার পেটে লালিত পালিত করবো
শুভ // কিছুখন ভাবার পর আমি আপনার দুটি শর্তে রাজি তবে আপনি কথা দেন যে আপনি এমন কোন কাজ করবেন না যে আমার সন্তানের ক্ষতি হয়
আদিলা// আচ্ছা কথা দিলাম তর সন্তানের কোন ক্ষতি হবেনা
এখন আমার পা ছাড়
আর শুন তুই যে ভাবে পারিস আমার বাবা মা কে রাজি করিয়ে তুই আমার ফ্লাটে চলে আসবি কিন্তু ভালো করে খেয়াল রাখিস তারা যেন আমাকে আবার ভুল না বুঝে যদি ভুল বুঝে তাহলে কিন্তু তর খবর আছে
তুই এই বাড়িতে থাকলে তকে আমি কিছুই করতে পারবো না না পারবো তোকে গোলাম বানাতে না পারবোনা তকে কষ্টও দিতে কি হলো পারবি তো
শুভ// হুম আমি আমার সন্তান কে বাচানোর জন্য সবই পারবো
আদিলা// গুড়
এখন তুই সামনে থেকে সর
শুভ// আচ্ছা একটা কথা বলবেন
আদিলা// বল দেখি
শুভ// আপনি আমার সাথে এমন করেন কেন ??
আদিলা// জানিনা তকে দেখলেই আমার গা গিন গিন করে করে তকে একটুও আমার সহ্য হয়না
শুভ// এগুলো ভুলে কি আমাকে একটুও ভালোবাসা যাইনা কি এমন অপরাধ আমি করেছি যার জন্য আমার সাথে এমন করেন আমি গরিব বলেই আমার দোষ আমি কি কারো ভালোবাসা পেতে পারিনা
আদিলা// তুই হাসালি আমাকে তকে দেখতেই পারিনা আবার ভালোবাসবো
আর হ্যা তুই ভালোবাসা পেতে পারিস তর মত কোন ছোট লোকের আমার না
শুভ// মেডাম টাকাই কি সব টাকাই কি সুখ দিতে পারে
আদিলা/// হুম পারে টাকাই সব কিছু দিতে পারে তুই এখন আমার সামনে থেকে সর না হলে খারাপ কিছু হয়ে যাবে
শুভ // আর কোন কথা না বলে মন খারাপ করে ক্যাবিন থেকে চলে আসে
কিছুখন পর আদিলার বাবা মা অনেক গুলো মিস্টি নিয়ে এসে মানুষের মাঝে বিতরন কর
অতপর তারা আদিলাকে নিয়ে বাসায় চলে আসে
আদিলা// যাহ ছোট লোক আমার বাবা মা কে বুঝিয়ে আয় যে আমরা এখানে থাকবো না
শুভ// মেডাম এখন যদি এগুলো বলি তারা কিছুতেই আমাকে আপনার সাথে ছাড়বে না আপনি অন্তত কিছু দিন এখানে আমার সাথে ভালো ব্যবহার করেন যেন তারা মনে করে আপনি আমাকে মেনে নিছেন
আপনি যদি কিছুদিন আমার সাথে ভালো ব্যবহার করেন তাহলে পরবর্তিতে আংকেল কে বললেই আমাকে ছেড়ে দিবে
আদিলা// তার মানে তুই আমার আবার একই বিছানায় থাকতে চাইতেছস আবার সুযোগ খুজতেছস
যাহ তর বলতেও হবেনা আমি তর এই বাচ্চাও রাখবোনা
শুভ// আমি বিশ্বাস করেন আমি এমন কিছুই করতে চাচ্ছিনা শুধু আপনি একটু দিনে তাদের সামনে আমার সাথে ভালো ব্যবহার করবেন
আর রাতে কখনো আপনার কাছে আসবোনা
আমি দরজার কাছে বিছানা ফেলে শুয়ে থাকবো
এর বিনিময়ে আপনি আমাকে যা শাস্থি দেওয়ার দিবেন আমি মাথা পেতে নিবো
আদিলা// আচ্ছা তাহলে আমি তর সাস্থি দিগুন দিবো
৭ দিন পর
এই সাত দিনে আদিলা শুভর কথা মতই তার সাথে ভালো ব্যবহার করেছে এতে আদিলার বাবা মা ও অনেক খুশি কারন তারা দেখতে পাচ্ছে তাদের মেয়ে এখন শুভকে মেনে নিয়েছে তার সাথে ভালো মত সংসার করছে
একদিন শুভ ও আদিলা তার বাবা মার রুমে যাই
আদিলার বাবা/// কিছু বলবা তোমরা
আদিলা/// তোমার জামাই এখানে থাকতে চাইতেছেনা সে নাকি আমার ঐ ফ্লাটে থাকবে কত বার বুঝালাম বুঝতেছে না
আদিলার বাবা// তুমি যখন তাকে মেনে নিয়েছো এখন আমার তাকে তোমার হাতে ছেড়ে দিতেও সমস্যা নাই
আর শুভ যখন চাইতেছে নিয়ে যাও তাহলে
আর একটা কথা খেয়াল রেখ তুমি কিন্তু এখন মা হতে চলছো তাই একটু নিজের যত্ন নিও আর আমরাও তোমাদের প্রায় দেখে আসবো
আর শুভ তুমি আমার মেয়েটাকে দেখে রেখ সে এতদিন তোমাকে কষ্ট দিছে সেগুলো ভুলে তাকে আপন করে নিও
শুভ মনে মনে কাকে দেখে রাগবো আমি যে সব সময় আমাকে অপমান আর মাইরের উপর রাখে কাকে আপন করে নিবো যে আমাকে দেখতেই পারেনা
আদিলার বাবা// কি হলো কি ভাবছো শুভ
শুভ// কিছুনা আংকেল
আদিলার বাবা// তো যাও তাহলে
অতপর তারা সেখান থেকে চলে আসে আদিলার ফ্লাটে
তখনই আদিলা যাহ ছোট লোক তর সাথে এতদিন অভিনয় করতে করতে বুর হয়ে যাচ্ছিলাম এখন একটু বিন্দাস ঘুরতে পারবো এই বলে শুভকে গাড় ধাক্কা দিয়ে ফেলে দেয়
এই শুন আজ থেকে তকে আর মারবো না কারন তর পুটি মাছের জিবন একটু মারলেই হাসপাতালে নিতে হয় তকে এখন থেকে জালিয়ে মারবো তর জিবন আমি নরকে পরিনত করবো
যাহ এখন বাড়িটা পরিপুর্ন পরিষ্কার করে আমার জন্য খানা বানাবি যদি কিছু কম হয় তাহলে বুঝবি এই সাতদিনে তর সাথে নাটক করার শাস্তি টা কেমন হয়
আদিলার কথা মত শুভ কাজে লেগে যাই
কাজ করতে করতে প্রায় রাত হয়ে যায়
তখন ঘরের কাজ ফেলে রেখে রান্না করার কাজ শুরু করতে যাই কিন্তু কি দিয়ে কি করবে ভাত আর ডিম ভাজি ছাড়া কিছুই সে করতে জানেনা কারন কোনদিন সে রান্না করেনি
++((আমি আবার অনেক কিছুই রান্না করতে পারি😁😁😁)))
অতপর এগুলো রাতে আদিলার সামনে দেয়
আদিলা সেগুলো দেখেই রেগে যাই এই কুত্তার বাচ্চা তুই জানোস না আমি এগুলা খাইনা আর এটা কি ভাজি করছস পুড়ে কালো করে ফেলছিস যাহ ভালো কিছু রান্না করে নিয়ে আসবি এই বলে ভাতের প্লেট শুভর মুখের উপর ছুড়ে মারে
এতে শুভর অনেক খানি কপাল কেটে যাই
কি রে এভাবে দাড়িয়ে থাকলি যে যাহ তারাতারি খুদার কারনে পেটে ইদুর লাফাচ্ছে না হলে তকে এখন খুন করে ফেলবো
এভাবেই আদিলা শুভকে প্রত্যেক দিন একটা না একটা কাজে ভুল ধরে কষ্ট দিতে থাকে
অবশেষে ডেলিভারির দিন যত কাছে আসতে থাকে তত আদিলা দুর্বল হতে থাকে
একদিন আদিলার পচন্ড জ্বর আসে
চলবে,,,___________///////_________????
পর্বটি কেমন হয়েছে জানাবেন💅💅
আর ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন 👏🏼👏🏼👏🏼
Thanks for messaging . আমরা আপনার মেসেজ দেখলে আপনাকে অবশ্যই উত্তর দেবো ধন্যবাদ সবাইকে আপনারা চাইলে এখন এখানে পোস্ট করতে পারেন । এই ব্লগে পোস্ট করতে চাইলে অ্যাডমিনের সাথে যোগাযোগ করুন ।