ক্ষেত ছেলে vs বড় লোকের অহংকারি মেয়ে
পর্ব ১৪
আরিয়ান আহমেদ শুভ
©©©©©©©©©©abdul motin©©®®®©©©©©
মেয়েটিকে আমাদের অনেক পছন্দ হয়ছে
তুই বললেই আমরা তার বাবা মার সাথে কথা বলতে পারি শুভর মা
শুভ // না মা তেমন কিছুনা আমি এখন বিয়ে করতে চাইনা
শুভর বাবা /// সেটা তোমার ইচ্ছা তুমি যা করার করো আমরা আমাদের মতামত জানালাম এই বলে তারা চলে যাই
অতপর শুভ তার অফিসের কিছু ফাইল দেখতে দেখতে থাকে
সাতদিন পর
আদিলা কিছুটা স্বাভাবিক হয়ে ভার্সিটিতে যাই
তখনই ফারিয়া এসে এই তর শরির ঠিক আছে ভার্সিটিতে কেন আসলি
আদিলা // হুম ঠিক আছে
ফারিয়া /// আচ্ছা একটা কথা বলতো
সেদিন তদের মাঝে কি হয়েছিল যার কারনে তুই শুভকে তাড়িয়ে দিয়ে এখন নিজেই অাফসুস করছিস
আদিলা// ফারিয়াকে ১ম থেকে শেষ পর্যন্ত সব কিছু খোলে বলে
ফারিয়া /// তাহলে তর কথাতে বুঝাগেল তদের কে আলাদা করার জন্য কেউ শুভ কে ফাসিয়েছে আরেক টা কথা শুভ সেদিন I phone কোথায় পেয়েছিল যা সামিয়া কে গিফট করেছিল
আদিলা /// জানিনা আমি তার বিষয়ে কিছু ভাবতেই পারছিনা কতদিন দুইজনে এক সাথে চলাফেরা করেছি কখনো তার কাছে আমি I phone দেখিনি সেদিন হঠাৎ করেই পকেট থেকে আইফোন বের করে সামিয়া কে গিফট করে চলে গেল
১দিন তার সাথে মার্কেটে গিয়ে ছিলাম সেখানেও তাকে স্যার স্যার বলে লোকজন ডাকতে ছিল আরো বলেছিল আপনি দেশে কখন আসলেন
আবার একদিন তাকে এতিম খানার বাচ্চাদের খাবার দিতে ও দেখেছিলাম তাকে জিজ্ঞেস করলে বলছে তাকে নাকি একটি লোক টাকাদেয়
কিন্তু যখন আমি এতিম খানার একটা ছেলেকে জিজ্ঞেস করি তখন আমি জানতে পারি সে নাকি নিজেই তাদের সমস্ত খরচ চালাই
আমি তার বিষয়ে কিছুই ভাবতে পারছিনা
ফারিয়া // আমি বুঝতে পারছি শুভ কোন ক্ষেত ছিলনা সে অনেক বড় লোক ঘরের ছেলে ছিল বাট এখানে এই ক্ষেত রুপ ধরার মানে কি কোন কারনে সে এমন ছদ্মবেশ ধারন করেছিল সেটা আমি বুঝতে পারছিনা আচ্ছা একটা কথা শুভর সাথে সবচেয়ে বেশি সম্পর্ক কার কার ছিলো
আদিলা // সে তো তেমন কারো সাথে সম্পর্ক করেনি আমিই আর নিলই ছিলাম তার আপন
ফারিয়া // হুম বুঝতে পারছি এখন শুভর সম্পর্কে জানতে হলে দুইটা কাজ করতে হবে তাহলে হয়তো শুভর সম্পর্কে কিছুটা জানা যাবে
আদিলা// কি কি ??
ফারিয়া // শুভ যে তকে এটিএম কার্ড টা দিয়েছে সেটি চেক করে হয়তো কিছুটা তার বিষয়ে জানতে পারবি
আর একটা হলো নীল কে শক্ত করে ধর তাহলে হয়তো তার বিষয়ে কিছু জানাজাবে
আদিলা // নীল তার সম্পর্কে কিছুই জানেনা তাকে জিজ্ঞেস করেছিলাম
ফারিয়া // নাহ আদিলা আমার মন বলছে নীল তকে মিথ্যা বলছে তুই আরেক বার তাকে শক্ত করে ধর দেখ কিছুটা সত্য বেরিয়ে আসবে
আদিলা /// চল তাহলে এখনই যাই
ফারিয়া /// আরে এখন গেলে কি তাকে বাসায় পাওয়া যাবে সে তো এখন অফিসে চলে গেছে
আদিলা // কিসের অফিসে যাবে সে তো পড়ালেখায় করে
ফারিয়া // তুই কিছুই জানিস না সে একটা বড় কম্পানিতে চাকরি পাইছে আবার কোন ইন্টারভিউ বা কোন টাকা ছাড়াই
আদিলা /// তুই এই সব কি করে জানলি
ফারিয়া /// আরে আমার bf তার সাথেই কাজ করে সে বলছে এখানে একটা ভাবার বিষয় আছে ঐ অফিসে চাকরি পেতে হলে অনেক যোগ্যতা লাগে অনেক জায়গাই ইন্টারভিউ দিতে হয় কিন্তু নীলের কিছুই দিতে হয়নি তার কোন বড় মানুষের সাথে সম্পর্ক আছে আর সেটি শুভ ছাড়া কেউ ছিলনা কারন তার একমাত্র বন্ধুই ছিল শুভ সে সবসময় শুধু শুভর সাথেই চলাফেরা করতো
তুই এখন একটা কাজ করতে পারিস শুভর দেওয়া এটিএম কার্ড টা কোন ব্যাংকে দেখিয়ে তার All addresses বের করে আনতে পারবি
আদিলা // আচ্ছা চল তাহলে
অতপর আদিলা এটিএম কার্ডটি নিয়ে একটি ব্যাংকে দেখায় আর তার All addresses চাই
ম্যানেজার /// সরি মেডাম আমরা তার কোন ঠিকানাই আমরা দিতে পারবো না এমন কি কেউ পারবেনা তার ঠিকানা দিতে
অতপর আদিলা আরো কয়েক টি ব্যাংকে যাই কিন্তু সকলেই এক কথায় বলে দেখে নিরাশ হয়ে ফিরে আসে
বিকাল দিকে আদিলা আর ফারিয়া নীলের বাসায় যাই
নীল /// আবার আসছেন কি চান আপনি বার বার কেন আসেন
আদিলা // বলবো তার আগে এটা দেখে নাও একটা বিষের বোতল দেখিয়ে
আমি তোমাকে যা কিছু জিজ্ঞেস করবো যদি তুমি সত্য কথা না বলো তাহলে আজই এই মুহুর্তে বিষ খেয় আমি আত্নহত্যা করবো আর এর সাক্ষী থাকবে ফারিয়া যে তুমি আমার সাথে বাজে বিহেব করার চেস্টা করছো তখন তোমাকে বসে বসে জেলের ঘানি টানতে হবে
আদিলার কথা শুনে নীল ভয় পেয়ে যাই
আআচ্ছা আ আপনি যা কিছু জিজ্ঞেস করার করেন আমি সত্যি কথা বলবো
আদিলা /// বলো তাহলে শুভ কে কি তার পরিচয় আর ক্ষেত হিসেবে কেন ভার্সিটিতে যেত সকলের সামনে কেন ক্ষেত হিসেবে থাকতো
নীল /// বিশ্বাস করো আদিলা আমি শুভর সম্পর্কে বেশি কিছু জানিনা সে থাকে কোথায় কি তার পরিচয়
শুধু একটি কথায় জানি তাও সে চলে যাওয়ার আগে বলেছিলো সে নাকি এই ভার্সিটিতে তোমার জন্যই এসেছিলো তোমাকে আপন করে পাবার জন্যই এখানে এসেছিল
আদিলা // আমার জন্য মানে
নীল // হুম তোমার জন্য
১ বছর আগে যখন আমাদের অনুষ্ঠানে তুমি নাচ গান করে ছিলে
শুভ সেই দিনের একটা ভিডিও দেখে তোমাকে ভালোবেসে ফেলেছিল তাই তোমাকে পাবার জন্য এখানে এসেছিল
আমি সেগুলো কখনো জানতাম
কিন্তু তুমি তার অন্তরে ব্যাথা দিয়েছো তাই সে চলে গেছে কিন্তু কোথায় গেছে আমাকে বলে যাইনি বিশ্বাস করো আমি আর কিছু শুভর সম্পর্কে জানিনা
আদিলা // না তুমি সব কিছুই জানো বলো সে এখন কোথায় আছে
নীল // আমি আর কিছু জানি না তোমার কস,,,,
আদিলা /// এই এই আমার কসম দিবেনা
একটা কথা বলো তোমাকে চাকরী কে নিয়ে দিছে
নীল /// আমাকে শুভ বলে ছিল চাকরি করবো কিনা আমি হ্যা বলেছি তাই সে আমাকে ঐ অফিস টাতে চাকরি নিযে দিছে কিন্তু কি করে তা আমি জানিনা
আমি জিজ্ঞেস করেছিলাম কিন্তু তার কোন উত্তর পাইনি
তোমাদের কথা আমি সব সত্যি বলেছি এবার তোমরা এখান থেকে চলে যাও
ফারিয়া // এই আদিলা আমার মনে হয় নীল সত্য বলছে আর জানে না তার বিষয়ে যতটুকু জানে সব বলে দিছে
আদিলা /// আচ্ছা চল তাহলে
ফারিয়া // কোথায় আর এখন কি করবি
আদিলা // তাকে খুজে বেড়াবো যেখানেই থাকুক তাকে আমি খুজেই বের করবো
এই বলে তারা সেখান থেকে নিরাশ হয়ে চলে আসে
অতপর আদিলা বাড়িতে এসে শুভকে নিয়ে ভাবতে থাকে হঠাৎ একটা আইডিয়া তার মাথায় আসে
চলবে ,,,,
Thanks for messaging . আমরা আপনার মেসেজ দেখলে আপনাকে অবশ্যই উত্তর দেবো ধন্যবাদ সবাইকে আপনারা চাইলে এখন এখানে পোস্ট করতে পারেন । এই ব্লগে পোস্ট করতে চাইলে অ্যাডমিনের সাথে যোগাযোগ করুন ।