গল্প Ex বর যখন অফিসের বস
পর্ব ১০
আরিয়ান আহমেদ শুভ
©a©b©d©u©l©m©o© t©i©n© ©j©a©m©a©l©p©u©r©i🥴
গল্প কপি করা জগন্যতম অপরাধ চাই সেটি কোন ফেসবুকার বা ইউটুবার
আদিলা /// শুভ এখন কোথায় মা
আদিলার মা /// তুই জানিস না মা শুভ কিছুদিন আগে কার একসিডেন্টে করে মাথায় গুরুতর আঘাত পেয়েছে এখন সে কিছুটা সুস্থ আছে
শুভর মায়ের কথা শুনে আদিলা বুক কেপে উঠে পাগল টা কি একবারো আমার কথা চিন্তা করলো না সে মরে গেলে আমার কি হবে আমি কাকে নিয়ে বাচবো যদি চলেই যাবি তাহলে দেখা কেন দিলি কেন আবার আমার কাছে এসে ক্ষমা চাইলি এসব কথা মনে মনে ভাবতে থাকে
শুভর মা /// কিরে মা কি ভাবছিস
আদিলা // কিছুনা মা ভাবছিলাম কখন আর কিভাবে একসিডেন্ট হলো
শুভর মা /// সে তো বলল সেদিন নাকি অফিস থেকে ফেরার পথে হঠাৎ মাথা চক্কর দিয়ে উঠে তারপরে নাকি তার আর কিছু মনে নাই
আমাদের একজন লোক ফোন করে বলেছিল শুভ একসিডেন্ট করেছে তা শুনে আমরা ঢাকাই চলে আসি
আমি জানি মা তুই এখন আর আমারে ছেলে কে ভালোবাসিস না আমার ছেলেটা তকে অনেক অত্যাচার করেছে
তুই তার অত্যাচার সহ্য করতে করতে পাথর হয়ে গেছিস
তকে একটা কথা বলি সত্যি আমার ছেলেটা তকে অনেক ভালোবাসে তকে হারিয়ে পাগলের মত ছিল এই ৬ টা বছর সবসময় ঘরে বন্দি অবস্থায় থাকতো তাকে সাভাবিক হওয়ার জন্যই আমরা তাকে ঢাকা পাঠিয়ে দেয় যেন কাজের মধ্যে থেকে তকে কিছুটা ভুলে থাকতে পারে
মা তুই যদি এখন তাকে অতিতের সব. কিছু ভুলে মেনে নিস তাহলে তুই অনেক সুখে থাকবি তকে আর আমার ছেলেটা কষ্ট দিবেনা তকে অনেক ভালোবাসবে
তকে আমি জুর করবো না তাকে মেনে নেওয়ার জন্য তর লাইফ তুই বুঝবি তুই কি না কি করবি
তবে আমি মা হয়ে তকে একটা রিকুয়েস্ট করবো রাখবি তো আমার রিকুয়েস্ট
আদিলা কিছুখন চুপ থাকার পর
আচ্ছা বলো মা কি করতে হবে আমার
শুভর মা /// আমরা সকালেই আমাদের বাসায় চলে যাবো জরুরী কিছু কাজের জন্য শুভকে একা রেখে যেতে পারছিনা আমি তর বাবাকে একা পাঠিয়ে দিয়ে আমি শুভর কাছে থাকতে চাইছিলাম সুস্থ হওয়া পর্যন্ত কিন্তু আমাকেউ নাকি যেতে হবে
আমি শুভকে একা রেখে কি করে যাবো এখানো তো আমাদের কোন আপনজন নেই যে তার সেবা করবে মা তুই আছিস যে আমাদের আপন তুই যদি মা কিছুদিন হেল্প করিস তার সেবা যত্ন করিস তাহলে আমার একটু উপকার হত
মা সে ভালো হলেই তুই এখানে চল় আসিস কয়েকটা দিনের জন্য শুভর কাছে থাক মা
আদিলা // এমনিতেই শুভর কাছে থাকতে চাইছিল কারন শুভর একসিডেন্ট টা হয়ছে আদিলার কারনেই সে যদি সেই দিন ঐ কথা না বলতো তাহলে কিছুই হতো না
আচ্চা মা থাকবো তোমার কথা আমি কি করে ফেলবো
এখানে আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে তাদের কি এমন কাজ সামনে আসছে যে সন্তান অসুস্থ থাকা সত্বেও তারা চলে যেতে চাইছে
কথা হলো তাদের কোন কাজই সামনে আসিনি তারা শুভর ডাইরি থেকে পড়ে নিয়েছিল আদিলার সাথে শুভর সাক্ষাত হওয়ার পর থেকে কি কি ঘটে ছিল তাই তাদের একত্র করার জন্য আদিলাকে শুভর কাছে রেখে চলে যেতে চাইছে
শুভর মা /// তাহলে এখনই চল তর কিছু কাপড় ব্যাগে তুলে গাড়িতে আই আমরা নানু ভাইকে নিয়ে গাড়িতে বসে আছি
আদিলা /// তাদের থাকার কথা বা খাবারের কথা কিছুই বলতে পারলো না দেরি হওয়ার ভয়ে কেননা শুভ বাসায় একাই আছে
অতপর তারা কিছু সময়ের মধ্যে আদিলাকে নিয়ে শুভর বাসায় চলে আসে
শুভর মা // যা তুই ঐ রুমে যা সেখানে শুভ থাকে আর আমরা নানুভাই কে নিয়ে এই রুমে আছি একটা রুম দেখিয়ে
আদিলা /// আচ্ছা মা এই বলে আদিলা শুভর রুমে যাই সেখানে গিয়ে দেখতে পাই
শুভর মাথায় বেন্ডেস করা সে সোজা হয়ে ঘুমিয়ে আছে
আদিলা আস্তে আস্তে শুভর কাছে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে কপালে আস্তে করে নরম ঠোটের ছোয়া দিয়ে তার পাশে শুয়ে পড়ে
আর মনে মনে ভাবতে থাকে কতদিন পর তার সেই প্রিয় মানুষটার এতকাছে আসছে মনটা বার বার তার বুকে মাথা রাখতে মন চাইছে কিন্তু আদিলা মন টা শক্ত করে শুভর দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে যাই বলতেই পারেনা
পরের দিন শুভর ঘুম ভাংলে পাশে আদিলাকে শুয়ে থাকতে দেখে ভুত দেখার মত চমকে উঠে
অতপর শুভ আস্তে আস্তে আদিলার মাথায় হাত রাখতেই আদিলার ঘুম ভেঙ্গে যাই
আমি জানি তুমি আমাকে এখনো ভালোবাসো তুমি আমাকে কষ্ট দেওয়ার জন্যই আমার সাথে এমন করেছো
আদিলা // এত উতলা হওয়ার কোন দরকার নেই আমি এখানে আমার ইচ্ছাই আসি নাই আমাকে আপনার মা এখানে নিয়ে আসছে না হলে আপনি অসুস্থ কেন মরলেও আমি দেখতে আসতাম না
আদিলার কথা শুনে মুহুর্তের মধ্যে শুভর মন খারাপ হয়ে যাই
এদিকে সকালে সাবা তার মা কে দেখতে না পেয়ে কান্না শুরু করে দেয়
আমি আম্মুর কাছে যাবো আমার আম্মু কোথায়
শুভর মা // নানু ভাই তোমার আম্মু ঐ ঘরে আছে তুমি কান্না করোনা আমি আছি না তোমার নানুভাই
সাবা কারো কথা না শুনে চিৎকার করে কান্না করতে থাকে
অতপর শুভর মা কোনভাবে কান্না থামাতে না পেরে আদিলার কাছে নিয়ে যাই
এই নে মা তর মেয়ে কে তুই সামলা কোন ভাবেই কান্না থামাতে পারিনা
আর শোন আমরা কিছুখনের মধ্যে চলে যাবো
আমার ছেলেটাকে একটু দেখে রাখিস
আসি আমরা
অতপর কিছুখন পরেই তারা চলে যাই
আর তখনই ,,,,
চলবে ,,,,,
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
নতুন গল্প আসছে
১ /// জিবন কেন এত অসহায় 👈👈👈
২ /// লেডি ডন যখন মাফিয়া কিং এর প্রেমে 👈👈👈
পর্বটি কেমন হয়েছে জানাবেন
আপনাদের সাড়া পেলেই পরের পর্ব নিয়ে হাজির হবো ইনশা আল্লাহ
আর ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন
Thanks for messaging . আমরা আপনার মেসেজ দেখলে আপনাকে অবশ্যই উত্তর দেবো ধন্যবাদ সবাইকে আপনারা চাইলে এখন এখানে পোস্ট করতে পারেন । এই ব্লগে পোস্ট করতে চাইলে অ্যাডমিনের সাথে যোগাযোগ করুন ।