ফেসবুক প্রেম
পর্ব ০৪
ছদ্মবেশী আধার মানবী
@@@@@@@@@@@@@@@@@@####
এই তর হলো কি করছিস রুমে এখনো কখন তকে নিচে আসতে বলছি(( মায়া))
মাহমুদ// আরে আসছি বাবা এত চিল্লাস কেন
একটু সাজু গুজ করতে দে কলেজে সুন্দরী মাইয়া গুলা আসবে তাদের সাথে একটু টাংকি মারতে হবেনা
মায়া // আচ্ছা তাড়াতাড়ি আই এক মিনিটের মধ্যে রুম থেকে বের না হলে তকে রেখেই কলেজে চলে যাবো
অতপর মাহমুদ তারাতারি করে রুম থেকে বের হয়ে আসলে
মায়া তার দিকে হা করে তাকিয়ে থাকে মাহমুদ// কিরে এভাবে হা করে তাকিয়ে আছিস কেন জিবনে ছেলে দেখিস নাই
মায়া // আরে তকে আজ হেব্বি লাগছে আমার বয়ফ্রেন্ড না থাকলে তকে আজকেই প্রপোজ করতাম
মাহমুদ // তর ফাইজলামি করা শেষ হয়ছে এবার তো খেতে চল
মায়া // আচ্ছা চল
অতপর তারা খেয়ে কলেজের উদ্দেশ্যে রউনা হয়
গাড়ি তাদের আপন গতিতে চলতে থাকে কিছুদূর যাওয়ার পর গাড়ি মেন রোড ছেড়ে এক নিরিবিলি রাস্তার দিকে চলতে থাকে
মাহমুদ // কিরে মায়া কই নিয়ে যাচ্ছিস কলেজ এই দিকে নাকি
মায়া // না
মাহমুদ // তাহলে
মায়া// তকে আমার পছন্দের জায়গাই নিয়ে যাচ্ছি জানিস মাহমুদ যখন আমার মন খারাপ থাকে তখন আমি ঐ জায়গায় বসে থাকি
মাহমদু// তর আজ মন খারাপ নাকি
মায়া // ভীষন মন খারাপ
মাহমুদ // কই তকে দেখে তো মনে হয়না যে তর মন খারাপ সকাল থেকেই তো দেখছি আমার সাথে মজা করছিস আমাকে ভালো করে না চিনেই
মায়া // এটাই আমার দুর্বলতা আমি মূহুর্তের মধ্যেই সবাই কে আপন ভাবতে থাকি
ছোটবেলাই মা কে হারানোর পর আমি জিন্দা লাশ হয়ে গিয়েছিলাম কারো সাথে কথা বলিনাই কারন আম্মুই ছিল আমার এক মাত্র ব্রেস্টফ্রেন্ড আম্মুর সাথে সব সময় দুস্টামি করতাম খেলতাম
কিন্তু আম্মু মারা যাওয়ার পর আমি একা হয়ে যাই
তখন সব সময় আম্মুকে মিস করতাম আব্বুও আমাকে ঠিক মত সময় দিত না এতে অনেক কষ্ট পেতাম
তখন থেকেই কষ্ট মনে চেপে রেখে হাসি খুশি থাকার চেস্টা করতাম কাউকে বুঝতে দিতাম না
আর এখন তো কষ্ট মনে চেপে রাখার একজন পাকা খিলাড়ি হয়ে গেছি তাই তুই বুঝতে পারিস নাই যে মনে কতটুকু কষ্ট চেপে রেখেছি
মাহমুদ // এখন কিসের জন্য মন খারাপ তর সেটা কি জানতে পারি
মায়া // হুম , আগে গাড়ি থেকে নেমে আমার পছন্দের জায়গায় বসি তারপর
মাহুমদ/// আচ্ছা
কিছুখন পরেই গাড়ি একটা খোলা জায়গাই দাড় করাই
মায়া // নেমে পর এসে পরছি
অতপর মাহমুদ কে নিয়ে একটি জায়গায় বসে
মাহমুদ // বল এখন কিসের জন্য তর মন খারাপ
মায়া // আমার পাগলটার সাথে দুইদিন ধরে কোন কথা বলতে পারছি না আমার ফোন টাও ধরছেনা তার জন্য দুই দিন ধরে চোখের পাতা এক করতে পারছিনা
মাহমুদ // ধুর পাগলি এটা কোন চিন্তার কারন হলো হয়তো তর bf. টা কোন কাজে বিজি আছে তাই তর সাথে কথা বলতে পারছে না
মায়া // আমার ভীষন ভয় করছে তার কিছু হলো না তো
মাহমুদ // আরে মায়া এসব ফাও চিন্তা করে মন খারাপ করিস না
দেখিস সময় হলে সে তর সাথে ঠিকই কথা বলবে যদি সে তকে সত্যি কারে ভালোবেসে থাকে
মায়া // পাগল টা আমার সাথে কথা বলবে তো
মাহমদ// হুম বলবে(( তাকে সান্তনা দেওয়ার জন্য ))
আচ্ছা তুই এত ভালোবাসিস তাকে
মায়া // হুম রে আমার জিবন থেকেও বেশি ভালোবাসি তাকে
অতপর তারা আরো কিছুখন গল্প করে
কলেজের দিকে চলে আসে
মাহমুদ // যাক বাবা আমার সাজগুজ করাটা কাজে আসবে
মায়া // মানে???
মাহমুদ // আমাকে কলেজে নিয়ে আসলি
এখন সুন্দরী মাইয়া গো মন ভরে দেখতে পারবো তারাও আমাকে দেখবে 😁😁
মায়া /// জানতাম না তুই এত লুচ্চা
মাহমুদ // কি বললি অামি লুচ্চা যা আমি কোন মেয়ের দিকে তাকাবই না
মায়া // এই তো গুড বয়
অতপর মায়া মাহমুদ কে নিয়ে পিন্সিপালের রুমের দিকে যেতে থাকে
তখনই পিছন থেকে কেউ একজন বলে উঠলো এই মায়া তর সাথে মালটা কে রে
মায়া // তর দুলাভাই সালি এখান থেকে যা আমি কিছুখন পর আসতেছি
মেয়েটি // ওহহ তাহলে সবাই কে জানিয়ে দেই আমাদের মায়া মেডাম দুলাভাইকে সাথে নিয়ে কলেজে আসছে
মায়া // কুত্তি সর এখান থেকে
মেয়েটি // আচ্ছা যাচ্ছি কিন্তু পরে টিট দিবি এই বলে মেয়েটি চলে যাই
মাহমুদ // এইটা কি বললি তুই মেয়েটাকে
মায়া // এটা না বললে কত্তিটা তকে ভেজে খেয়ে নিত আমাদের আর পিন্সপালের রুমে যাওয়া হতো না
মাহমুদ // কেন
মায়া // কিছুদিন পর এমনিতেই তুই বুঝতে পারবি এখন চল
এই বলে মায়া মাহমুদকে নিয়ে পিন্সপালের রুমে গিয়ে তাকে ভর্তি করে
অতপর তাদের আড্ডা দেওয়ার জায়গায় যাই
তখনই মেয়েটি দেখ ফারিয়া , মায়া দুলাভাই কে নিয়ে আসছে
ফারিয়া // দেখতেই পাচ্ছি
মায়া // নিলিমা কুত্তি কি বললি আমি তর দুলাভাই কে নিয়ে আসছি এটাতর জামাই
নিলিমা // তুই তো খারাপ কম না আমার জামাইকে নিয়ে তুই ঘুরে বেডাস
আহো জামাই আহো 😁😁😁
চলবে """""",""---------
পর্বটি কেমন হয়েছে জানাবেন💅💅
আর ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন 👏🏼👏🏼👏🏼,,
আর NC next না বলে ঘঠন মুলক মন্তব্য করার চেস্টা করবেন
Thanks for messaging . আমরা আপনার মেসেজ দেখলে আপনাকে অবশ্যই উত্তর দেবো ধন্যবাদ সবাইকে আপনারা চাইলে এখন এখানে পোস্ট করতে পারেন । এই ব্লগে পোস্ট করতে চাইলে অ্যাডমিনের সাথে যোগাযোগ করুন ।