ব্রেস্ট ফ্রেন্ড যখন বউ
পর্ব ১১
আরিয়ান আহমেদ শুভ
©©©©®® abdul motin©©©©©©©
আরমান // সাহেব তুমি যা চাইবে আমি তাই দেব
শুভ// আমি আন্টি আর আপনার ছেলের বিনিময়ে সমস্ত সম্পদ চাই দিবেন আমাকে
আরমান /// তুমি যা চাইবে আমি তাই দেবো প্লিজ তুমি আমার স্ত্রী আর সন্তান কে বের করে দাও
শুভ/// আরে আংকেল এভাবে ভেঙ্গে পরবেন না আমি চিনি না তাদের আমি চেষ্টা করবো তাদের কে খুজে বের করার আমি শুধু দেখতে চেয়েছিলাম আপনি তাদের কত টুকু ভালোবাসেন
আরমান // না তুমি মিথ্যা বলছো তুমি চিন তাদের না হলে তখন ছবি দেখে তোমার হাত থেকে মোবাইল পড়ে গেল কেন নিশ্চয় তুমি মিথ্যা বলছো তুমি তাদের কে খুব কাছ থেকে চিনো বলো তারা কোথায়
শুভ// সত্যি বলছি আংকেল তাদের চিনিনা তবে কিছু দিন আগে এই মহিলাকে এই শহরেই দেখেছিলাম
আরমান // সত্যি বলছো তাহলে আজই আমি এই শহরের প্রত্যেক বাডি বাড়ি গিয়ে খুজ নেব চলো এখন থেকেই শুরু করি
শুভ // আংকেল ডাক্তার আপনাকে চিন্তা করতে না করছে আমি খুজে বের করবো তাদের প্লিজ আপনি শান্ত হন আপনি বাসায় চলে যান তাদের কে কিভাবে খুজে বের করবো সেগুলো আমি দেখবো
অতপর শুভ জুর পুর্বক আরমান সাহেব কে বাসায় পাঠিয়ে দেয়
সেদিন অফিসের সমস্ত কাজ করে বাসায় ফিরে শুভ তখনই শুভর মা বাবা এবার আমার জন্মদিনে কি উপহার দিবি এখন তো তুই চাকরি করছিস
শুভ// মা এবার তোমাকে জিবনের সেরা গিফট করবো
শুভর মা // তাহলে বল দেখি কি সেরা গিফট
শুভ// না মা এখন বলা যাবেনা সারপ্রাইজ হিসেবে তোমার জন্মদিনে বলবো এবং দিবো
শুভর মা // আচ্ছা এবার তাহলে ফ্রেস হয়ে খেতে আয়
অতপর শুভ খানা খেয়ে বিছানাই শুয়ে ভাবতে থাকে কি ভাবে তার মাকে সারপ্রাইজ দিবে মা কি রাগ করে থাকবে, বাবা কে মেনে নিবেনা এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে যাই
৭ দিন পর শুভ অফিসে গিয়ে আংকেল আজ কে আমার আর নিশির একটু ছুটি লাগবে
আরমান সাহেব // কেন শুভ
শুভ// আজ আম্মুর জন্মদিন তাই বাসায় একটু পার্টি দেব আর আপনাকেও সন্ধায় আসতে হবে
অতপর শুভ নিশিকে নিয়ে চলে গিয়ে তারা প্লান মত কাজ করে
সন্ধায় সময় কিছু কিছু মেহমান আসতে শুরু করে
হঠাৎ শুভ দেখতে পাই আরমান সাহেব আসতেছে
শুভ // নিশি যাও বস আসতেছে
অতপর নিশি গিয়ে বসের চোখ বেধে দেয়
আরমান // কি হলো নিশি তুমি চোখ কেন বাধলে
নিশি // একটা গেম খেলবো তাই আংকেল
অতপর নিশি আরমান কে নিয়ে একটা ঘরে বন্ধি করে চোখ খুলে দেয়
এদিকে শুভ জন্ম দিনের অনুষ্টান শেষ করে
আস্তে আস্তে সকল লোক চলে যাই
তিন জন ছাড়া
শুভর মা //শুভ কই আমার গিফট
নিশি// আন্টি একটা গেম হবে তারপর
গেম টা হলো আমরা দুইজন এবং বাকি আরেক জন এখানে থাকবে তাকেই আপনার ধরতে হবে এবং বলতে হবে কে সে
শুভর মা // আমি তাকে চিনবো কি করে সে কি আমার আপন কেউ বা তার সাথে কখনো কথা হয়ছে আমার
নিশি // হুম আন্টি শুভ গেমটা শুরু করা যাক তখনি বাতি অফ হয়ে যাই
নিশি // আন্টি আপনি খুজতে থাকেন
এরই মধ্যে শুভ আরমান কে অরফে তার বাবাকে গেমে নিয়ে আসেন
শুভর মা এদিক সেদিক অন্ধকারে খুজতে খুজতে হঠাৎ আরমান কে ধরে ফেলে
আর আরমান তার কাছে আজনবি মনে হলে শুভ বলে চিৎকার করে উঠে তার মা
তখনই লাইট অন হয়ে যাই
আরমান // মমতা তুমি !! কত জায়গাই তোমাকে খুজেছি কিন্তু তোমাকে পাইনি আমি ভাবতেই পারিনাই আজ প্রায় ২৫ টা বছর পর তোমার সাথে দেখা হবে আমাকে তুমি ক্ষমা করে দাও
শুভর মা /// ঠাসসস ঠাসসস আপনি কে যে আমি আপনাকে ক্ষমা করবো আমি আপনাকে চিনিনা
আরমান // এভাবে বলোনা প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দাও আর কখনো তোমাকে কষ্ট দিবোনা প্লিজ আমি তোমার পায়ে পড়ি আমাকে একটি বার ক্ষমা করে তোমার কাছে টেনে নাও
তখনই শুভ আম্মু আব্বুকে ক্ষমা করে দাও আব্বু আর আগের মত নেই
তুমি যদি ক্ষমা না করো তাহলে কিন্তু হার্টঅ্যাটাক আসবে কিছুদিন আগেও তোমার জন্য এসেছিলো
আর যদি আব্বুকে মেনে না নাও তাহলে কিন্তু আব্বু এবার মা,,,
তার আগেই শুভর মা তার বাবাকে জড়িয়ে ধরে আমাকেও তুমি ক্ষমা করে দাও আমি তোমাকে রেখে চলে আসছিলাম তোমার সেবা যত্ন করতে পারিনাই
আরমান সাহেব কোন কথা না বলে নিরবে চখের অশ্রু ফেলে
এটা তার দুঃখের কান্না নই সুখের কান্না
কিছুখন পর শুভ এই যে এবার ছাড়ো এটা পাবলিক প্লেস
আরমান সাহেব ছেড়ে দিয়ে বলল
তুমি আমার ছেলে তাহলে সেদিন বললে না কেন
শুভ// বললে কি আর এভাবে সারপ্রাইজ দিতে পারতাম
আই বাবা একটু বুকে আয়
অতপর শুভকে জড়িয়ে ধরে আরমান তার কপালে চুমু দেয়
শুভ // সারপ্রাইজ পছন্দ হয়ছে মা বলছিলাম না জিবনের সেরা সারপ্রাইজ দেবো
শুভ// যাহ দুষ্ট তর বাবাকে নিয়ে খেতে আয় আমি খাবার তৈরী করছি
অতপর তারা খানা খেয়ে নিশিকে শুভ বাসায় দিয়ে এসে শুভ তার মা বাবার গল্প শুনতে থাকে
পরের দিন ,,,,,,,
চলবে::::;;;;;;;;:::::::::::::::::::
জানি পর্বটা ভালো হয়নি
তবুও আপনাদের মতামত আশা করছি
কিছুদিন ধরে আপনাদের তেমন সাড়া পাচ্ছি না
ভালো না লাগলে জানাবেন গল্পটি আর দিবো না
Thanks for messaging . আমরা আপনার মেসেজ দেখলে আপনাকে অবশ্যই উত্তর দেবো ধন্যবাদ সবাইকে আপনারা চাইলে এখন এখানে পোস্ট করতে পারেন । এই ব্লগে পোস্ট করতে চাইলে অ্যাডমিনের সাথে যোগাযোগ করুন ।