গল্প ex গার্লফ্রেন্ড যখন মামাতো বোন
পর্ব. ৩
লেখক. আরিয়ান আহমেদ শুভ
অয়ন ফোন রিসিব করতেই শুনতে পাই
এই কুত্তা ফোন ধরছিস না কেন তর কোন গার্লফেন্ডের সাথে মাস্তি করছিস যে আমার ফোন বার বার কেটে দিচ্ছিস ( জান্নাত)
অয়ন. আপু কে আপনি আপনাকে তো চিনতে পারলাম না
জান্নাত. কিহ আমাকে ভুলে গেছে আমি তোমার গার্লফ্রেন্ড মনে নেই
অয়ন. আপু হয়তো রং নাম্বার ট্রাই করছেন আমার কোন গার্লফ্রেন্ড নাই আপনি নাম্বার টা ভালো করে দেখে নেন আমি ফোন রাখলাম
জান্নাত. কুত্তা তুই খালি ফোন রেখে দেখ তকে তর বাসাই গিয়ে কেলিয়ে আসবো
অয়ন . কে আপনি পরিচয় দেন
আমি জান্নাত
অয়ন. ওহ তুমি তো এতক্ষন এগুলো কি বললা
জান্নাত. তুমি আমাকে চিন নাই তাই একটু মজা করলাম
অয়ন. ও কি জন্য ফোন দিছো
জান্নাত . কেন এমনি ফোন দিতে পারিনা
অয়ন. পারো
জান্নাত. তাহলে
অয়ন........
জান্নাত . শুন কাল ঠিক টাইমে ভার্সিটিতে আসবে
আচ্ছা আসবো good night
জান্নাত,good night
এই বলে ফোন কেটে দিল
পরেরদিন ভার্সিটিতে গিয়ে সকলে ক্লাস আর গল্প গুজব করেই কেটে দেই এভাবে কিছু দিন চলে গেল
একদিন জান্নাত অয়ন কে ফোন করে তারাতারি ভার্সিটিতে আসতে বলে
অয়ন . তারাতারি করে ভার্সিটিতে আসে জান্নাত কে জিজ্ঞেস করে এত ইমার্জিন্সি ডাকার মানে কি কোন সমস্যা হয়ছে
জান্নাত. না কোন সমস্যা নাই
অয়ন. তাহলে এভাবে আসতে বললে কেন
জান্নাত . তারাতারি আসতে না বললে তুমি ১ ঘন্টা লেট করে আসতে তাই
চল গাড়িতে উঠ
অয়ন . কেন কোথাই যাবে
জান্নাত . একজাইগায় ঘুরতে যাবো
পরে অয়ন গাড়িতে উঠে
অতপর তারা বিকাল পর্যন্ত ঘুরে বেড়ায়তারপর কিছু খেয়ে একটা শপিংমলের দিকে যাই
অয়ন . এদিকে কোথাই যাচ্ছো
জান্নাত. আমার বয়ফ্রেন্ডের জন্য কিছু মার্কেট করবো
অয়ন . কিহ
জান্নাত. কিহ না জি
অয়ন. মুখ টা কালো করে তো আমি গিয়ে কি করবো তোমাদের আরো ডিস্টাব হবে
জান্নাত . তুমি পছন্দ করে দিবা নাকি বন্ধু হিসেবে আমার উপকার টুকু করবানা
অয়ন. হুম করবো মুখটা ভার করে
পরে তারা মার্কেটে গিয়ে অয়নের মাপের সমস্ত কাপড় কিনলো জান্নাত তারপর একটা দামি মোবাইল কিনে গাড়িতে উঠলো বাড়ি ফিরার উদ্দেশ্যে
পরে অয়নের মেসের সামনে এসে গাড়ি থামায়
অয়ন নিচে নেমে চলে যেতে লাগে তখন
জান্নাত . এই অয়ন এগুলো নিয়ে যাও
অয়ন . আমি কেন নিবো তুমি ত ওগুলা তোমার বয়ফ্রন্ডের জন্য কিনেছো
জান্নাত. আরে গাধা আমার বয়ফে্রন্ড নেই
তুমি ত আমার বয়ফ্রেন্ড মনে মনে
অয়ন . সত্যি বলছো তো তোমার বয়ফ্রেন্ড নাই
জান্নাত. হুম সত্যি সত্যি ৩ সত্যি
অয়ন. সাথে সাথে দৌড়ে এসে জান্নাতের গালে একটা কিস করে বসে
জান্নাত . এটা কি করলা আমাকে কিস করলে কেন
অয়ন. এমনি তোমার বযফ্রেন্ড নাই তাই
জান্নাত. এতে কিস করার কি আছে
অয়ন. কিছুনা এই বলে কাপড় নিয়ে চলে গেল
জান্নাত একটা মুচকি হাসি দিয়ে পাগল তুই যে আমাকে ভালো বাসিস এটা আমি জানি তাই তো তখন আমার বয়ফ্রেন্ডের কথা শুনে মুখটা বাংলা পাচের মত করেছিলি
তুইতো কখনো আমাকে তর ভালো বাসার কথা প্রকাশ করবিনা কারন তুই তো ভয় পাচ্ছিস যদি আমি

Thanks for messaging . আমরা আপনার মেসেজ দেখলে আপনাকে অবশ্যই উত্তর দেবো ধন্যবাদ সবাইকে আপনারা চাইলে এখন এখানে পোস্ট করতে পারেন । এই ব্লগে পোস্ট করতে চাইলে অ্যাডমিনের সাথে যোগাযোগ করুন ।