মামাতো বোন যখন ex গার্লফ্রেন্ড
পর্ব ৪
আরিয়ান আহমেদ শুভ
,,
নায়ক নায়কার নাম পরিবর্তন করা হলো
১ অয়ন থেকে শুভ
২ জান্নাত থেকে পুষ্পা
৩ নং পর্বের পর থেকে
তুই যে আমাকে ভালো বাসিস সেটা আমি আগে থেকেই জানি তাইতো তখন আমার বয়ফ্রেন্ডের কথা শুনে তখন মুখ টা বাংলা পাচের মত বানিয়ে ছিলি তুই তো কখনই আমাকে তর ভালোবাসার কথা মুখে বলবিনা কারন তুই যে আমাকে বড্ড ভয় পাচ্চিস যদি আমি তর সাথে বন্ধুত্ব নস্ট করে দেয়
তর মুখ থেকে কি করে ভালোবাসার কথা বের করা যাই সেটা আমি ভালো করেই জানি
দেখবো তুই কি করে থাকতে পারিস ভালোবাসার কথা প্রকাশ না করে
পুষ্পা কথা গুলি মনে মনে বলে গাড়ি নিয়ে চলে যাই
পরেরদিন শুভ ভার্সিটিতে গিয়ে দেখতে পাই পুষ্পা মামুনের হাত ধরে হেসে কথা বলছে
তা দেখে শুভর মনটা খারাপ হয়ে যাই তাই শুভ মন খারাপ করে পুষ্পার এক ছাইটে বসে পরে
((পুষ্পা)) কি হয়ছে শুভ মন খারাপ নাকি
(শুভ))
পুষ্পা // কি হলো আমার সাথেও কথা বলবেনা
শুভ--------- চুপ করে বসে আছে কোন কথা বলছেনা
তখনই মামুন পুস্পার কানে কানে কি যেন বলল
পুস্পা// হুম তুমি একদমই ঠিক বলেছে
মামুন// দেখ মনে হয় তোমার বন্ধুটা রাগ করেছে তার রাগ ভাঙ্গো আমি গেলাম
মামুন চলে যেতেই পুস্পা শুভর পাশে গিয়ে ঘাড়ে হাত রাখে কি হয়ছে তোমার মন খারাপ কখন থেকে দেখছি চুপ চাপ বসে আছো
শুভ// তুমি আমাকে অন্য কোন মেয়ের সাথে কথা বলতে না করেছিলে আমি কথা বলিনা কিন্তু তুমি কেন অন্য ছেলের সাথে কথা বল
পুস্পা // বললে কি সমস্যা তোমার
শুভ কোন কথা না বলে কোথাই যেন চলে যাই
কিছুখন পর ফিরে এসে শুভ পুস্পার সামনে হাটু গেরে বসে গোলাপ ফুল টা উচু করে ধরে
আমি তোমাকে অনেক ভালোবাসি পুষ্পা তুমি অন্য কারো সাথে কথা বললে আমার খুব ভয় হয় যদি তোমাকে হারিয়ে ফেলি
যদি তুমি আমাকে ছেড়ে অন্য কাউকে ভালোবাসো
পুস্পা তুমি আমাকে ফিরিয়ে দিওনা তাহলে আমি মরে যাবো
আমি তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসতাম কিন্তু ভয়ে বলতে পারিনাই যদি তুমি বন্ধুত্ব নষ্ট করে দাও
বাকিটা ১ম পর্ব পরে নেন
শুভকে সাথে সাথেই বুকে জড়িয়ে নেই পুস্পা আমিও তোমাকে অনেক ভালোবাসি কখনো ছেড়ে যাবেনা তো
শুভ // না কখনো ছেড়ে যাবো না
শুভ// পুষ্পা একটা পাপ্পি দাও
পুস্পা// কিহহ!!আজ প্রপোজ করতে না করতেই পাপ্পি ;যা তর সাথে ব্রেকাপ
শুভ// প্লিজ ছেড়ে যাওয়ার কথা বলো না আর জিবনেও কখনো পাপ্পির কথা বলবোনা এই যে কান ধরছি এই বারের মত ক্ষমা করে দাও
পুস্পা সাথে সাথে শুভকে টান দিয়ে
চলবে ,,,,

Thanks for messaging . আমরা আপনার মেসেজ দেখলে আপনাকে অবশ্যই উত্তর দেবো ধন্যবাদ সবাইকে আপনারা চাইলে এখন এখানে পোস্ট করতে পারেন । এই ব্লগে পোস্ট করতে চাইলে অ্যাডমিনের সাথে যোগাযোগ করুন ।