মামাতো বোন যখন ex গার্লফ্রেন্ড
পর্ব ০৭
আরিয়ান আহমেদ শুভ
🙋🏻♂🙋🏻♂🙋🏻♂🙋🏻♂🙋🏻♂🙋🏻♂🙋🏻♂🙋🏻♂🙋🏻♂🙋🏻♂🙋🏻♂🙋🏻♂🙋🏻♂
ঠাসসস ঠাসস তকে কি বলেছিলাম একটা কথাও কি তর কানে যাইনা (শুভ)
((পুস্পা))). ঠাসসস ঠাসস ঠাসসস ছোটলোকের বাচ্চা তর সাহস কি করে হয় আমার গায়ে হাত তোলা আর তুই কি বলছিস না বলছিস সেটা আমার মানতে হবে তুই আমার কে ?? যে তর কথা মানবো
শুভ/// গালে হাত দিয়ে তুমি আমার গায়ে হাত তুললে! আর
আমি তোমার কেউনা না
পুস্পা// নাহ তুই আমার কেউ না
শুভ// তাহলে এতদিন তোমার আর আমার মাজে কিসের সম্পর্ক ছিল
পুস্পা// এতদিন তর সাথে আমার কোন সম্পর্ক ছিল না আমি তর সাথে টুকটাক যা কথা বলেছি সেটা শুধু টাইম পাস করার জন্য
শুভ// পুস্পা বল এগুলো তুমি মিথ্যা বলছো আমার সাথে মজা করছো
পুস্পা// তুই কি আমার দুলাভাই যে তর সাথে আমি মজা করবো যা বলছি আমি সিরিয়াস
পুস্পার কথায় শুভ হাটুগেড়ে বসে পরে কেন তুমি আমাকে এভাবে ধোকা দিলে আমি কি তোমার কাছে বেশি কিছু চেয়ে ছিলাম ,
চেয়েছিলাম শুধু তোমার একটু ভালোবাসা শপ্ন দেখেছিলাম তোমাকে নিয়ে সুখের একটি সংসার গড়ে তুলবো
কেন তুমি এমন করলে
কি অপরাধ আমি করেছি যার জন্য আমার জিবন টা এভাবে নষ্ট করে দিলে
পুস্পা // তুই ভাবলি কি করে তর মত ছোট লোক কে আমি ভালোবাসবো যে আমার চাকর হওয়ার ও যোগ্য না আর আমি তর ঘরের বউ হবো ভালোই ধান্দা করেছিলি আমাকে আপন করে পেলে আমার বাবার সমস্ত সম্পদ তর হয়ে যাবে বাহ আইডিয়াটা ধারুন ছিল আর কি বললি তর জিবন আমি নষ্ট করেছি তদের আবার জিবন ও আছে
পুস্পার কথা গুলি যেন শুভর বুকে শুয়ের মত বিদ্ধ হতে থাকে
শুভ মাটির দিকে তাকিয়ে থেকে অজরে অশ্রু ফেলতে থাকে
পুস্পা // এই ছোট লোক এদিকে তাকা এই যে দেখ এ হচ্ছে মামুন আমার বয়ফ্রেন্ড তার টাকা পয়শা বাড়ি গাড়ি সব আছে আর তর কানাকড়িও নেই
যাহ তুই আমার চখের সামনে থেকে তকে কখনো যেন আমার চখের সামনে না দেখি
এই জানু চল আমরা অন্য কোথাও বসি এই ছোট লোকটার জন্য আমাদের রোমাঞ্চ করতে সমস্যা হবে এই বলে পুস্পা ও মামুন অন্য জাইগাই বসে তখনই মামুন প্রশ্ন করে বসে কেন এমন করলে এগুলো তো কথা ছিলনা তুমিশুধু একটু ভালোবাসার নাটক করতে বললে যেন শুভ তোমাকে ভুল বুঝে চলে যাই
কেন এমন করছো তুমি ??তোমার চালচলন কিছুই বুঝতেছিনা তুমি কি তাকে ছাড়া বেচে থাকতে পারবে পারবে কি তুমি তার সাথে কথা না বলে থাকতে
মামুনের এসব প্রশ্ন শুনে পুস্পা ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকে
কি করবো আমি , আমি যে পরিস্থিতির সিকার আমার কাছে যে আর কোন রাস্তা ছিলনা শুভকে পৃথক করার
শুভকে আমি কতটুকু ভালোবাসি তা আমি জানিনা তবে তাকে ছাড়া আমার একটা মুহুর্ত মনে হয় হাজার বছরের সমান আমি তাকে ছাড়া কিছুতেই বেচে থাকতে পারবোনা
মামুন// কি সব পাগল পন কথা বলছো এই মাত্র শুভকে গালি গালাজ করে তোমার জিবন থেকে সরিয়ে দিলে এখন আবার বলছো তাকে ছাড়া বাচবেনা
কেন করলে এমন কি হয়ছে তোমার ার কিসের পরিস্থিতির স্বিকার তুমি খুলে বলবে আমাকে
পুস্পা,,, বলছি শোন আজ থেকে সাত দিন আগে///
চলবেেে্্,,,,,,,,,

Thanks for messaging . আমরা আপনার মেসেজ দেখলে আপনাকে অবশ্যই উত্তর দেবো ধন্যবাদ সবাইকে আপনারা চাইলে এখন এখানে পোস্ট করতে পারেন । এই ব্লগে পোস্ট করতে চাইলে অ্যাডমিনের সাথে যোগাযোগ করুন ।