অহংকারি ex বউ যখন অফিসের বস
পর্ব ২২
আরিয়ান আহমেদ শুভ
©©©©©©. Abdul motin©©©©©©
আরো কিছু খন ঘোরাফেরা করে তারা বাসায় চলে আসে
রাতে শুভ ডিনার করে যখন ঘুমাতে যাই তখন আদনান তোমাকে একটা আমার জন্য জিনিস আনতে বলবো বলো বাবা তুমি আনবে কি আমার জন্য সেই জিনিস টা
শুভ// বলো দেখি আমার এক মাত্র বাবার জন্য সবকিছুই আনতে পারবো
আদনান/// তুমি আন্টি কে আমার মা বানিয়ে ঘরে আনবে
শুভ// কিহ বলছো তুমি এগুলা তোমাকে আদর করে মাথায় তুলে ফেলছি কি সব অদ্ভুদ জিনিসের আবদার করো আরেক বার এগুলা বললে তোমার সাথে আমি কথায় বলবোনা(( ধমক দিয়ে ))) যাও এখান থেকে
আদনান শুভর দেওয়া ধমকে কান্না করতে থাকে 😭😭
শুভ// এই চুপ করো বলছি , তোমাকে এগুলো বলতে কে শিখিয়ে দিয়েছে বলো
আদনান// কেউ বলেনি আমি মায়ের আদর পাইনা আন্টি আমাকে আম্মুর মত করে আদর করে তাই বলছি আন্টি কে আম্মু বানাতে
শুভ/// তুমি এখন মিথ্যা বলতেও শিখে গেছো দেখছি তোমাকে তোমার আন্টি এই কথা আমাকে বলার জন্য বলছে না
আদনান// নাহ বাবা আন্টি বলেনাই
শুভ// চুপচাপ শুয়ে পরো আর কোন কথা বলবে না
অতপর আদনান শুভর পাশে গুটিশুটি মেরে শুয়ে পরে ঘুমিয়ে যাই
কিছুখন পর শুভও ঘুমিয়ে যাই
হঠাৎ মাঝরাতে শুভর ঘুম ভেঙ্গে যাই তখনই দেখতে পাই তার পাশে আদনান নেই
শুভ ভয় পেয়ে যাই এত রাতে কোথায় গেল অতপর শুভ লাইট জ্বালায়া খুজার জন্য বের হতেই দেখতে পাই আদনান ঘরের এক কোনে গুটিসুটি মেরে শুয়ে আছে
অতপর শুভ আদনান কে নিয়ে আসার জন্য গেলে আদনান জাগ্রত হয়ে যাই
শুভ// তুমি এখানে কেন শুয়েছো?
কথা বলো
আদনান/// 😷😷😷😷
শুভ যাও খাটে শুয়ে পড়ো
কিন্তু আদনান তার কথার উপরই অটল
সে তার জায়গা থেকে একটুও লড়ে না
শুভ/// কোন উপায় না পেয়ে আদনানের গালে একটা থাপ্পর দিয়ে টানতে টানতে বিছানায় নিয়ে যাই
অতপর আদনান কান্না করতে করতে ঘুমিয়ে যাই
পরের দিন শুভ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালের নাস্তা করে অফিসে যায়
অতপর তাবাস্সুম কে তার ক্যাবিনে ডাক দেয়
তাবাস্সুম // বলেন স্যার
শুভ// তুমি আদনান রে কি বলেছো
শুনে রাখ আমি তোমাকে আমার ব্রেস্টফ্রেন্ড ভাবি অন্য কিছু না
তাবাস্সুম /// এখন থেকে অন্য কিছু ভাববেন
শুভ// দেখ তাবাস্সুম তোমাকে আমি বিয়ে করতে পারবো না কেন পারবো না তা তুমি জিজ্ঞেস করো না
তাবাস্সুম /// আচ্ছা স্যার আমি আপনাকে জুর করবো না জুর করে কোন কিছু হয়না আমি আপনাকে ভালোবাসতাম দেখে আপনার চাকরি করেছি এখন যখন আপনি আমাকে বিয়ে করবেন না তাহলে তো আর এখানে থেকে লাভ নেই এই বলে তাবাস্সুম সেখান থেকে উঠে আসে তার ক্যাবিনে বসে রিজাইন লেটার লিখে শুভর কাছে দিয়ে চলে যেতে লাগে তখন স্যার যাওয়ার আগে একটা কথা বলে যাই যদি আমাকে আপনি ভালোবাসেন বা বিয়ে করতে চান তাহলে আগামি কাল দুপুর ১২ টার মধ্যে এই ঠিকানাই চলে আসবেন বাই ভালো থাকবেন এই বলে তাবাস্সুম চলে যায়
অতপর শুভ কাজে মন দেওয়ার চেস্টা করে কিন্তু কিছুতেই শুভ তার কাজে মন দিতে পারেনা
বার বার তাবাস্সুমের চিন্তা তার মাথায়
ঘুরপাক খায় আমি কিছু ভুল করে ফেললাম না তো
ধুর এসব কি চিন্তা করছি যা হওয়ার তা হবেই এই বলে কাজে মন দেয়
কিছুখন পর পিয়ন কে শুভ ডাক দেয়
পিয়ন /// বলেন স্যার
শুভ// আদনান কে স্কুল থেকে নিয়ে আসেন
অতপর পিয়ন স্কুলে যায় আদনান কে নিয়ে আসার জন্য
আদনান/// আংকেল আপনি কেন আসছেন আমার আন্টি কোথায়
পিয়ন /// তোমার আন্টি আর কখনো তোমারে নিতে আসবেনা তোমার আব্বু তোমার আন্টিকে বকা দিছে তাই সে কান্না করে চলে গেছে
আদনান // তাহলে চলেন
অতপর পিয়ন আদনান কে নিয়ে অফিসে চলে আসে
শুভ অফিসে কাজ শেষ করে বাড়ি ফিরে
রাতে ডিনার করতে গেলে আদনান কে ডাক দেয়
আদনান// আমি খাবোনা যতক্ষন না আমাকে আন্টি খাওয়ায় দিবে
শুভ// জিৎ করো না
আদনান কোন কথা না বলে বিছানায় শুয়ে পরে শুভ হাজার চেস্টা করেও আদনান কে খাওয়াতে পারেনি
না খেয়ে আদনান ঘুমিয়ে যাই
পরের দিন সকালে ঘুম থেকে উঠতে শুভর দেরী হয়ে যাই
তাই তারাতারি উঠে সকালের নাস্তা করে চলে যেতে লাগে তখনই আদিলার মা দেখ বাবা এখনো আদনান না খেয়ে স্কুলে চলে গেছে আমরা চেস্টা করেও তাকে খাওয়াতে পারিনা
দেখ বাবা তুমি আদনানের কথা মানো তোমার জন্য না হলেও আদনানের জন্য তুমি তাবাস্সুম কে বিয়ে করে ঘরে নিয়ে আসো
আদনান ছোট মানুষ কাল রাত থেকে এখন পর্যন্ত কিছু খায়নি এতে আদনানের কোন ক্ষতি হয়ে যেতে পারে
আদিলার মায়ের কথা শুনে শুভ চিন্তায় পরে যাই কি করবে সে ভাবতে পারছেনা
অতপর সে অফিসে এসে ভাবতে থাকে কি করবে সে তাবাস্সুম কে বিয়ে করবে
না করবে না
কিছুখন পর শুভ আদনানের স্কুলে চলে যাই
আদনান কে খাওয়ানোর চেস্টা করে কিন্তু কোন ভাবেই সে খাওয়াতে পারছেনা
তাই তার সন্তানের মুখের দিকে তাকিয়ে ফায়ছালা করে সে তাবাস্সুম কে বিয়ে করবে
বাবা তুমি আগে খাও আমি তোমার আন্টি কে মা বানিয়ে ঘরে আনবো
আদনান /// না বাবা আমি খাবো না আমি আন্টির হাতেই খাবো
শুভ আচ্ছা আমি তোমার আন্টির কাছেই নিয়ে যাচ্ছি এই বলে তাবাস্সুমের বাসার
দিকে পা বাড়াতেই তখনই গড়ি টুট করে বেজে উঠে
শুভ ঘড়ির দিকে তাকিয়ে দেখতে পাই ১টা বেজে গেছে এখন কি করবে সে তাবাস্সুম বলে গেছে ১২ টার মধ্যে তার বাড়িতে যেতে
তবুও শুভ তাবাস্সুমের বাড়ির দিকে রওনা হয়
বিপদ যখন আসে সব দিক থেকেই আসে
শুভ তার গাড়ি নিয়ে যেতে জ্যামে আটকা পরে এতে তার ৩ ঘন্টা লেট হয়ে যাই
বিকাল চারটাই শুভ গিয়ে কলিং বেল বাজায়
কিছুখন পর তাবাস্সুম এসে দরজা খুলে দেয়
তাবাস্সুম /// স্যার আপনি এখানে ! আমার বিয়ের দাওয়াত খেতে আসছেন
স্যার আজ আমার বিয়ে নই কাল কে আমার বিয়ে
শুভ/// কি বলছো এসব তোমার বিয়ে মানে ??
তাবাস্সুম /// হুম স্যার বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে
শুভ/// তুমি রাজি আছো
তাবাস্সুম /// হুম একজনের জন্য আর কত অপেক্ষা করবো
শুভ// প্লিজ তাবাস্সুম তুমি এমন করোনা তোমার জন্য আমার ছেলেটা কাল থেকে না খেয়ে আছে তুমি এ বিয়ে ভেঙ্গে দাও তুমি আমার ঘরে চলো
তাবাস্সুম /// সরি স্যার আমি এই বিয়ে ভাঙ্গতে পারবো না আপনি আসতে দেরী করে ফেলেছেন
শুভ/// আমি তোমার কাছে হাত জুর করে বলছি আমার ছেলেটার জিবন তুমি ভিক্ষা দাও সে তোমাকে ছাড়া কিছুই খাচ্ছে না কাল রাত থেকে সে না খেয়ে আছে প্লিজ তাবাস্সুম তুমি আমার ঘরে চলো প্লিজ
বলতেই কেদে দেয় শুভ
তাবাস্সুম /// তার মানে আপনি আমাকে ভালোবেসে বিয়ে করতে আসেন নি আপনি আপনার ছেলেকে খাওয়ানোর জন্য আমাকে নিয়ে যেতে চাচ্ছেন বাহ ভালো স্যার ভালো ,
তবে স্যার আমি এই বিয়ে ভেঙ্গে দিয়ে আপনার ঘরে যাবো তার আগে আমার দুই টা শর্ত আছে যদি মানতে পারেন তাহলে বিয়ে ভাঙ্গতে পারি
শুভ// আমি তোমার দূইটা না হাজার শর্ত মানতে রাজি আছি বলো তোমার শর্ত কি
তাবাস্সুম //(( ১ )) আপনার নামে যত গুলো সম্পদ যদ গুলি অফিস আদালত আছে তা আমাকে লিখে দিতে হবে পারবেন এই শর্ত মানতে
২ হলো ,,,,,,
চলবে©©©©©©©©©©©©©©©
পর্বটি কেমন হয়েছে জানাবেন💅💅
আর ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন 👏🏼👏🏼👏🏼,,
Thanks for messaging . আমরা আপনার মেসেজ দেখলে আপনাকে অবশ্যই উত্তর দেবো ধন্যবাদ সবাইকে আপনারা চাইলে এখন এখানে পোস্ট করতে পারেন । এই ব্লগে পোস্ট করতে চাইলে অ্যাডমিনের সাথে যোগাযোগ করুন ।