ক্ষেত ছেলে vs বড় লোকের অহংকারি । মেয়ে সুচনা পর্ব




দেখ আদিলা একটা ক্ষেত আসছে ((ফারিয়া))

এগুলো ক্ষেত যে ভার্সিটিতে কি ভাবে চান্স পাই ভাবতেই আমার গাঁ ঘিন ঘিন করে স্যার দের মনে হয় রুচি একদমই নষ্ট হয়ে গেছে ((মারিয়া))


দেখ না গায়ে কেমন জামা আর পেন্ট মনে হচ্ছে এই মাত্র ডাসবিন থেকে উঠে আসলো উয়াক থু ((সাবিহা))


আদিলা // চল না ক্ষেত টাকে একটু বাজিয়ে দেখি অনেক মজা হবে অনেক দিন ধরে কাউকে রেগিং করতে পারছিনা 

এই আবাল ক্ষেত টার থেকে একটু মজা লই দেখেতো মনে হচ্ছে হাবলা টাইপের 


ফারিয়া // হুম , দেখস না আদিলা মাথার চুল গুলো কেমন যেন জট বেধেছে মনে হচ্ছে পাক্কা গাঝা খুর জিবনেও মনে হয় মাথা পরিস্কার করেনা 


মারিয়া// তর যাই বলিস না কেন ক্ষেত হলেও চেহারাটা সেই আক্কাসের বেটা ঝাক্কাস আলি এই বলে হাসতে থাকে 


আদিলা // এই তরা চল ক্ষেত টা আইসা পরলো 


অতপর আদিলা ও তার বান্ধবিরা চলতে শুরু করলো 


কিছুখন যাওয়ার পরেই ফারিয়া ছেলেটিকে লেং মারে যার কারনে ছেলেটি গিয়ে আদিলার গায়ে পরে সাথে সাথেই মাটিতে পড়ে যাই তারা 


আদিলা মাটি থেকে উঠে শুভর কলার ধরে ঠাসসস ঠাসসস এই ছোট লোকের বাচ্চা তর সাহস কি করে হলো আমার গায়ে পরার জানিস এই কাপড়ের দাম কত তর মত গ্রাম্য ক্ষেত ভুত হাজার টি বিক্রি করলেও এই জামার সমান দাম হবেনা 


ছেলেটি সরি মেডাম 


আদিলা /// চুপ সালা আবার কথাও বলিস তকে এখনই মেরে বালি চাপা দিবে কু,,, বাচ্চা 


তখনই ঠাসসস ঠাসস আমি যদি কোন অপরাধ করে থাকি তাহলে আমাকে গালি দিবেন মা বাবাকে নিয়ে কেন গালি দেন তারা কি দোস করেছে


আর আমি আপনাকে দেখে ধাক্কা দেয়নি কে যেন আমার পায়ে ল্যাং মেরেছে তাই আপনার উপর পরে গেছি তার জন্য তো সরি বলছি তবুও আপনি খারাপ ব্যবহার করছেন গরিব হতে পারি বাট আপনার মত অভদ্র নই এই বলে ছেলেটি চলে যেতে থাকে 


ফারিয়া// এটা কি হলো ক্ষেত টা তকেই মেরে চলে গেল আর তুই গালে হাত দিয়ে হা করে তার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছিস কিছু বললি না যে 


মারিযা /// দেখ আদিলা এই অপমান আমরা সহ্য করতে পারবো না তুই তর বাবা কে বলে এই ক্ষেত টাকে এই ভার্সিটি থেকে বের করে দে 


আদিলা /// নাহ এই ক্ষেত টাকে সহজে বের করবো না তাকে আস্তে আস্তে মারবো তাকে এই দুইটি থাপ্পরের প্রতিশোধ এভাবে নিবো যে কখনো সে ভুলতেই পারবেনা 



এদিকে ছেলেটি তার ক্লাসের দিকে যেতে থাকে তখনই এই শুভ এটা কি করলি কেন আদিলাকে চড় মারতে গেলি

 তকে সে কি এখন ছেড়ে দিবে তুই তাকে চিনিস না সে বড্ড জেদি এবং অহংকারি সে এমনিতেই গরিবদের দেখতে পারেনা  

তুই এই শহরে নতুন আসছিস তাই তুই আদিলাকে ভালো করে চিনিস না 

পরে তার থেকে ক্ষমা চেয়ে নিস না হলে তকে অনেক কষ্ট দিবে ((নীল))


শুভ.  আচ্ছা নিবো নি এখন বলো ভাইয়া এই আমার ক্লাস টা কোথায় 


নীল// সামনেই ঐ রুম টাই তর ক্লাস 

শুভ// ভাইয়া আসি তাহলে তুমি যাও 


নীল // শুভ সাবধানে থাকিস আর পারলে আদিলার থেকে দুরে দুরে থাকিস 


শুভ // আচ্ছা ভাইয়া এই বলে শুভ তার রুমের দিকে চলে যাই 


কিছুখন পর শুভ তার রুমে গিয়ে শেষের বেঞ্চে বসে 


তার কিছু খন পরেই আদিলা ও তার বান্ধবিরাও প্রবেশ করে 


ফারিয়া /// দেখ ই ক্ষেত টা আমাদের ক্লাসেরই 


আদিলা// তাহলে তো আরো ভালো তাকে ভালো করে বুঝাতে পারবো এই আদিলাকে থাপ্পর মারার পরিনতি কি হয় 


ফারিয়া/// এই তরা তারাতারি বস স্যার আসছে 

তখনই তারা সামনে  বেঞ্চে বসে পরে 

স্যার ঢোকতেই সকলে সালাম দেয় 


স্যার সালামের জবাব নেওয়ার পর 


আজ তোমাদের পড়াবো না যেহেতু আজ নতুন দিন তাই সবাই সবার পরিচয় দাও 


স্যার // আদিলা তোমার পরিচয় দাও যদিও আমরা জানি তবুও কারন এখানে তো অনেক নতুন ছাত্র আছে 


আমার নাম আদিলা তাবাস্সুম বর্ষা 

বাবার নাম আমজাদ খান বাবা দেশের মধ্যে নাম করা বিজনেসম্যান আর এই ভার্সিটির সভাপতি 


স্যার এবার তুমি বসো পরের জন বলে 


এভাবে একে একে সবাই পরিচয় দেওয়া শেষ হলে শুভর পালা আসে 


স্যার এই ছেলে তুমি বলো 


আমার নাম আরিয়ান আহমেদ শুভ 

পরিচয় টুকু এতটুকুই থাক গল্পের সাথে থাকেন আস্তে আস্তে এমনি তেই জানতে পারবেন 


এভাবেই একে একে সব ক্লাস শেষ করে বাসার দিকে রউনা হয় 

তখনই পিছন থেকে কে যেন তার ঘাড়ে হাত দেয় শুভ পিছনে তাকিয়েই ,,


চলবে,,,,


   ক্ষেত ছেলে vs বড় লোকের অহংকারি মেয়ে


সুচনা পর্ব 


আরিয়ান আহমেদ শুভ 


আপনাদের সাড়া পেলে পরের পর্ব দিবো 

নইতো এখানেই শেষ 


পর্বটি কেমন হয়েছে জানাবেন💅💅


আর ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন 👏🏼👏🏼👏🏼,, 

আর NC next  না বলে ঘঠন মুলক মন্তব্য করার চেস্টা করবেন 

আপনার একটা মন্তব্য আমার নতুন গল্প লেখার উৎসাহ জাগায় 

সময় হলে গল্প এমনিতেই দেব

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

buttons=(Accept !) days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !