ছেলেটি গরীব বলে । সূচনা পর্ব

 


ঠাসসস ঠাসসস ঠাসসস ঠাসসসস

কি দোষ ছিল আমার কেন আমার সাথে এমন করলি কেন তুই আমাকে ধোকা দিলি তর যখন দেহের এতই প্রয়োজন ছিল তুই আমাকে বলতি তর জন্য আমার সব কিছুই উজাড় করে দিতাম আমি তো তর ঘরে তর ভালোবাসার জন্যই পড়ে থাকতাম 

আমার ভালোবাসাই কি কমতি ছিল 

নাকি তকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে আমার বাড়িতে স্হান দিয়ে তকে আমার জিবন সাথি বানাতে চাইছিলাম এটাই কি আমার ভুল ছিল কি হল কথা বল কেন তুই এমন করলি কেন তুই আমাকে এভাবে ঠকাইলি ( বর্ষা)

শুভ. প্লিজ তুমি বিশ্বাষ করো আমি এমন কিছু করিনাই 


ঠাসস ঠাসস ভুল করে আবার আমার সামনে সাধু সাজা হচ্ছে যাহ তুই আজ থেকে আমার বাসায় আর থাকবিনা তর এই ভদ্রের আড়ালে থাকা চরিত্রহীন চেহারা টা আমাকে আর কখনো দেখাবিনা যা তুই আজই এই শহর ছেড়ে চলে যাবি যদি তুই না জাস তাহলে আমার মরা মুখ দেখবি

(বর্ষা() এই বলে চলে গেল 

এদিকে শুভ তার চলে যাওয়ার দিকে তাকিয়ে কান্না করতে লাগলো তখনই তার ব্রেসফ্রেন্ড সজিব এসে তাকে বুঝাতে লাগলো যে এমন করিস না বড় লোক মেয়েরাই এমন না বুঝে কখন কি করে বসে কিছুই বুঝা যাইনা 

আচ্ছা অনেক তো বক বক করলাম এবার পরিচয় টা দিয়ে নেই

যে মেয়েটি এতক্ষন কথা গুলো বলল সে হল কোটিপতি বাবার একমাত্র মেয়ে অধরা জাহান বর্ষা 

আর যাকে কথা গুলি বলল সে হলো 

আরিয়ান আহমেদ শুভ তার পিতামাতা কে সেটা শুভ নিজেই জানেনা লেখক কেমনে বলবে 

তবে তারা এবার উভয়ে এবার Hsc

পরিক্ষার্থি ছিল পরিচয় তো অনেক বললাম এবার গল্পে আসা যাক 

আপনারা তো এগুলো কিছুই বুঝতে পারেন নি আমি বুঝিয়ে বলছি 

তাহলে চলুন ঘুরে আসি একটু অতীত থেকে ,,,,,,


গল্পটি পাঠকের সাড়া পেলে পরের পর্ব গুলি বড় করে দিব 

 

গল্প . ছেলেটি গরীব বলে 

লেখক . আরিয়ান আহমেদ শুভ


ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন 


কারন লেখক এখনো পিচ্চি😎😎


আর পর্বটি কেমন হয়েছে জানাবেন


যারা আগের পর্ব গুলি পড়েন নাই 

তারা আমার টাইমলাইন থেকে পড়ে নিয়েন 


ধন্যবাদ সবাই কে সুস্হ থাকবেন ভালো থাকবেন 


আল্লাহ হাফেজ..

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

buttons=(Accept !) days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !