ফেসবুক প্রেম । শেষ পর্ব

 


ফেসবুক প্রেম 


শেষ পাঠ


ছদ্মবেশী আধার মানবী 


@@@@@@@@@@@@@@@@@@##


ঐ ছোট লোকটাকে তোমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আমার কাছে আবদার করছো যাকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে নিজের বাসায় আশ্রয় দিছি তুমি কিনা তাকে ভালোবাসো ছিহহ মায়া 

তোমার মন মানুষিকতা এত নিচ 

কি ভাবছো এগুলো বলবো নারে পাগলি মেয়ে আমার তর সুখই আমার সুখ মাহমুদ অনেক ভালো ছেলে আমি আগেই জেনেছি যখন তোমাদের দুইজন কে এক সাথে হাশি খুশি দেখতাম তখন আমার অনেক ভালো লাগতো আমি চাইতাম তোমরা দুইজন সারা জিবন এভাবে হাসি খুশি থাকো আমি এটাই চাইছিলাম 


মায়া // তার বাবাকে জড়িয়ে ধরে বাবা তুমি অনেক ভালো 


মায়ার বাবা // আচ্ছা তুমি শুয়ে থাকো আমি ডাক্তারের সাথে কথা বলে তোমাকে কখন রিলিজ দিবে শুনে আসি 


মায়া // আচ্ছা 


অতপর মায়ার বাবা ডাক্তারে সাথে কথা বলে মায়াকে নিয়ে বাসায় চলে আসে 

মায়া // আব্বু তোমার নাম্বার দিয়ে মাহমুদ কে ফোন দেও শুন বান্দর টা এখন কই আছে 


মায়ার বাবা /// আচ্ছা মা দিচ্ছি 


অতপর মায়ার বাবা মাহমুদের নাম্বারে ফোন দেয় রিং হয় কিন্তু মাহমুদ ফোন উঠাই না 


মায়ার বাবা ফোন তুলছে না তো 


মায়া // বান্দর টা আমার নাম্বার ব্লাক লিস্টে রাখছে এক কাজ করি আব্বু আমরা তাদের গ্রামের বাড়ি যাই 


মায়ার বাবা // চিনো কি তুমি, কোথায় যাবো আমরা 


মায়া // এক মিনিট এই বলে কোথায় যেন ফোন দেয় 


ফোনে কথা বলা শেষ করেই বাবা ঠিকানা পেয়ে গেছি এমন কি তার লোকেশন টাও পাইছি এখন সে কোথায় আছে 


মায়ার বাবা //কি ভাবে 


মায়া // আমার এক বান্ধবি আছে সে এই সম্পর্কে অনেক কিছুজানে তাকে মাহমুদের নাম্বার দিয়ে বলে ছিলাম তার লোকেশন টা আমার মোবাইলে দিতে সে দিয়ে দিয়েছে 


মায়ার বাবা // আচ্ছা চলো তোমার সাথে আমিও যাবো 


মায়া //আচ্ছা


অতপর তারা তাদের গাড়ি নিয়ে বের হয় 


গাড়ি আপন গতিতে চলতে থাকে চলতে চলতে চতুর দিকে অন্ধকার হয়ে আসতে থাকে কিন্তু তার পথ যেন শেষ হয় না 

সারাটা রাত বাবা মেয়ে গাড়ির মধ্যেই কাটিয়ে দেয় হঠাৎ তাদের কানে আজানের ধ্বনি ভেসে আসে 


মায়ার বাবা // মা আর কতদুর যেতে হবে 


মায়া // এইতো মনে হয় সামনের বাড়িটা হবে লোকেশন তো তাই দেখাইতেছে 


অতপর তাড়া বাড়ির সামনে এসে গাড়ি দাড় করাই 


মায়ার বাবা // মা মাহমুদ রা মনে হয় ঘুম থেকে উঠে নাই 


মায়া // বাবা আজান দিয়েছে অনেক আগেই মাহমুদের মা নামাজ পড়ার জন্য 

মনে হয় উঠেছে 


মায়ার বাবা // আচ্ছা তাহলে দেখ 

মায়া আচ্ছা এই বলে মায়া গিয়ে দরঝায় শব্দ করে 


মাহমুদের মা দরঝার খটখটানোর শব্দ শুনে দরজা খুলে দিয়ে সামনে একটা মেয়ে কে দেখে চমকে উঠে 


কে মা তুমি এত সকালে এখানে 


মায়া // আমি কে পরে বলি তার আগে আন্টি বলেন এটা কি মাহমুদের. বাসা 


মাহমুদের মা // হুম 


মায়া // আমাদের কি দরঝায় দাড় করিয়ে রাখবেন ঘরে ১ম বার আপনাদের বাসায় আসলাম   


মাহমুদের মা // আরে আসো 


মায়া // আব্বু আসো 


অতপর তারা ঘরে প্রবেশ করে 


মায়া // আচ্ছা আন্টি মাহমুদ কোথায় এখন 

মাহমুদের মা // ঐ তো রুমে ঘুমিয়ে আছে 


মায়া // আমার ঘুম নস্ট করে এখানে এসে আরামে ঘুমাচ্ছে দাড়াও তার মজা দেখাচ্ছি মনে মনে 


মায়া // আন্টি আপনি তো আমাদের চিনেন নাই বুঝতে পারছি আগে পরিচয় টা দিয়ে নেই 

মাহমুদ ঢাকাতে আমাদের বাসাতেই ছিল 

বাকি টা আব্বুর থেকে শুনেন আমি আপনার ছেলের ১২টা বাজিয়ে আসি এই বলে মায়া সেখান থেকে শুভর রুমে চলে আসে 


এদিকে মায়ার বাবা আর মাহমুদের মা গল্প করতে থাকে তাদের বিষয় নিয়ে 


মায়া মাহমুদের রুমে গিয়ে দেখতে পাই মাহমুদ সুন্দর করে ঘুমিয়ে আছে তা দেখে মায়া রেগে যাই এতে সে ১টা বালিশ নিয়ে মাহমুদ কে ঘুমের মধ্যে মারতে শুরু করে 

কুত্তা তুই আমার ঘুম নষ্ট করে এখানে আরামে ঘুমাচ্ছিস 


মাহমুদ ঘুমের মাঝে মাইর খেয়ে চমকে উঠে কে কে আমাকে মারছে 

অতপর সামনে মায়াকে দেখে আরো চমকে উঠে একি তুমি আমার বাসায় শপ্নে দেখছি না তো 


মায়া // কুত্তা তুই শপ্নে দেখছিস দারা তকে আজ আমি মেরেই ফেলবো এই বলে মাহমুদ কে ধাক্কা মেরে ফেলে দিয়ে তার বুকের উপর উঠে গলা টিপে ধরে 


মাহমুদ // কি করছো মরে যাবো তো 

মায়া // কুত্তা তুই মরলে আমার কি আমাকে কষ্ট দিয়ে চলে আসতে তর একটুও বুক কাপলো না নাকি আমাকে ভালইবাসিস নাই কেন আমাকে রেখে চলে আসলি বল এটাই কি আমার প্রতি তর ভালোবাসা ছিল যখন চলেই আসবি তো বললি কেন যে তুই আমার ভালোবাসা 

আমাকে নাকি ভিষন ভালোবাসিস 

শুধু তর কারনে আমরা দুই চখের পাতা এক করতে পারিনাই আর তুই তো এখানে আরামে ঘুমাচ্ছিস 

তরা ছেলেরাই এমন পাষান হৃদয়ের 

 ভুল টা আমারই ছিল যে তকে না দেখে অন্ধের মত ভালোবেসে ছিলাম যার কারনে আজ এতটা কষ্ট পাচ্ছি 

তুই যখন আমাকে ভুলে গিয়ে আরামে দিন পার করছিস আমিও আজ থেকে তকে ভুলে যাবো এই বলে মাহমুদের উপর থেকে উঠে যেতে লাগে তখনই মাহমুদ 


পারবে তো আমাকে ভুলে থাকতে আর এই কথা বলার জন্যই এখানে আসছো 


মায়া // তুই পারলে আমি কেন পারবো না আমি অনেক পারবো অনেক

 ছোট থেকেই কষ্ট সহ্য করে আসতে পারছি আর এখন কেন পারবো না 

 বাই ভালো থাকিস 

মাহমুদ তখন আর কোন কথা না বলে মায়াকে শক্ত করে জড়িয়ে ধরে 

তুই চাইলেও তকে আমি যেতে দিবোনা তকে যে ভিষন ভালোবাসি আমি তুই তখন কি বলেছিলি আমি আরামে দিন কাটাচ্ছি এই যে দেখ ঘুমের ঔষধ 


আমি আংকেলের কথা রাখার জন্যই ওমন করেছি প্লিজ আমাকে ক্ষমা কে দে 


মায়া // তাহলে বল আমাকে ভালোবাসিস আর কখনো এমন করবি না আমাকে ছেড়ে যাবিনা 


মাহমুদ // আমি তোমাকে ভালো বাসি আর কখনো এমন করবো না তোমাকে কখনো ছেডেও যাবো না 


মায়া // আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধর আমি চাই সারা জিবন তুমি আমাকে এভাবে আগলে রাখো ভালোবাসো 

পারবেনা আমার আবদার পুরন করতে 


মাহমুদ // হুম পারবো এই বলে মায়াকে শক্ত করে জড়িয়ে ধরে কপালে একটা পাপ্পি দেয় 


.---------------------++সমাপ্ত +++-----------------


অতি শিগ্রই আসবে সিজন টু 


তার আগে আরেক টা গল্প দিবো 


ex বর যখন অফিসের বস 

যদি আপনারা আমার পাশে থাকেন তো 


গল্পটি কেমন হয়েছে জানাবেন 


আর ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন





Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

buttons=(Accept !) days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !