অহংকারি ex বউ যখন অফিসের বস
পর্ব ১৪
আরিয়ান আহমেদ শুভ
🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
এই গল্পটি কপিবাজ দের খপ্পরে পরেছে
তাই মাঝে মাজে আমার নাম লিখে দিবে
তার জন্য ক্ষমা করবেন 👏👏👏
((( আ))))
শুভ বিমান থেকে নেমে একটা মেসে উঠে আর তখনই আদনান বলে উঠে
আব্বু আমি এই ভাঙ্গা বাড়িতে থাকবো না
আমার এখানে ঘুম আসবেনা
শুভ// আব্বু তুমি এখানে দুইটা দিন কষ্ট করো তারপর তোমার জন্য একটা পাচতলা বাড়ি কিনবো পরে সেখানে আমরা থাকবো
আদনান/// আচ্ছা বাবা
অতপর তারা ক্লান্ত শরীরে ঘুমিয়ে যায়
পরের দিন শুভ বাড়ি খুজার উদ্দেশ্যে বের হয় আর তখনই পিছন থেকে কে যেন শুভকে ডাক দেয়
শুভ পিছন দিক তাকিয়ে দেখতে পাই এক লোক তার দিকেই আসছে
(((((রি)))))
লোকটি শুভর কাছে আসতেই শুভ তাকে চিনে ফেলে
লোকটি // আপনাকে আমার চিনা চিনা লাগছে কোথায় জেন দেখছি আপনাকে
শুভ/// আরমান ভাই মনে করেন কোথাই দেখছেন আমাকে
আরমান🤔🤔🤔🤔🤔কিছুখন চিন্তা করার পর ওহ শুভ ভাইয়া মনে পরছে আপনাকে লন্ডনে দেখেছি আমি যে কম্পানিতে চাকরি করতাম তার ম্যানেজার ছিলেন অনেক আগে এসে পরেছি তাই চিন্তে একটু কষ্ট হচ্ছে
((((য়া))))
তো দেশে কোন দিন আসলেন
শুভ// গতকাল আসছি আর এখন এখানেই থাকবো ভাবছি
ছোট খাটো একটা বাড়ি কিনবো আর কোন একটা কম্পানিতে চাকরি করবো
আরমান/// কিহহহ্ এই ঢাকা শহরে এমন কোন কোন কম্পানি আছে যেখানে আপনি চাকরি করবেন
আপনি চাইলে তো বড় বড় চার পাচ টা কম্পানি একাই কিনে নিতে পারবেন
আপনি করবেন আবার অন্যের আন্ডারে চাকরি! ভাই আপনার কথা শুনে খুব হাসি পাচ্ছে একটু হেসে নেই
(((ন)))
শুভ// আরে ধুর এত ভেজাল আমার ভালো লাগেনা ওখানে কষ্ট করে টাকা কামাইছি আপনি আশার একবছর পরে
একজনের সাথে শিয়ার করে একটা কম্পানি দিয়েছিলাম সেটাতে অনেক ভেজাল ছিল এই করো সেই করো আমার এগুলো ভালো লাগেনা সেখান থেকে টাকা আসতো অনেক কিন্তু অনেক কষ্ট করতে হতো
((( আ)))
এখন আর কষ্ট করতে মন চাইনা তাই রাকিব ভাই কে বুঝিয়ে দিয়ে চলে এসেছি
এখন সেখান কার ব্যবসায় যা লাভ হবে তা তিন ভাগের একভাগ আমাকে দিবে আর দূইভাগ রাকিব নিবে
আরমান// ওহহহ ভালো করছেন
তো ভাই এখন কই যাচ্ছেন ??
শুভ// বাড়ি খুজতে বের হয়ছিলাম
একটা বাড়ি কিনবো
((((( হ ))))
আরমান// এদিকে তো কোন ভালো বাড়ি বিক্রি করবে এমন নেই
তো আপনি এখন থাকছেন কই
শুভ/// গতকাল মেসে উঠেছিলাম আদনান সেখানে থাকতে চাচ্ছেনা
তাই বাড়ি খুজার সন্ধানে বের হয়ছিলাম
আরমান// যদি কিছু মনে না করেন বাড়ি না পাওয়া পর্যন্ত যদি আপনি আমার বাসায় থাকতেন তাহলে নিজেকে ধন্য মনে করতাম
(((( মে )))
শুভ/// আরে আমার জন্য আপনি কেন কষ্ট করবেন
আরমান// শুভ এটা কষ্ট হবেনা এটা আমার সু ভাগ্য যে আপনার মত একজন লোক আমার বাড়িতে কদম রাখবে
প্লিজ ভাই না করবেন না
শুভ/// কিছুক্ষন পর আচ্ছা থাকবো
আরমান // ভাই তাহলে চলেন আমার বাসায়
অতপর শুভ আরমানের বাসায়
যা আদিলাদের বাসা থেকে ৫ ,৬কি,মি দুরে
(((( দ )))
অতপর বাসায় আসার পর নানা রকমের বিষয় নিয়ে গল্প করতে থাকে
একসময় আরমান বলল ভাই আপনি যে বললেন চাকরি করবেন আপনি তো বসে বসেই সারাজিবন খেতে পারবেন চাকরি করার প্রয়োজন কি
শুভ/// বসে বসে খেলে বুর হয়ে যাবো তাই একটা চাকরি করতে চাচ্ছি
আছে কি কোন ভালো অফিস
((( শু)))
আরমান/// একটা ভালো কম্পানি আছে যেখানে গত কাল লোক নিবে আপনি চাইলে ট্রাই করতে পারেন কিন্ত একটা সমস্যা ভাই
শুভ// কি সমস্যা
আরমান/// সেখানকার বস মেয়ে তবে ব্যবহার একদম নরম তার ব্যবহারে সকল কর্মচারিরা খুশি থাকে ভালো ভাবে কাজ করে
শুভ// এটা কোন সমস্যা না মেয়ে বস হতেই পারে আচ্ছা ঠিকানাটা দেন
পরে আরমান ঠিকানা দেয়
পরে আরো কিছুখন গল্প করে আরমান চলে যায়
রাতে শুভ আব্বু সকালে আমাকে জাগিয়ে দিও এক জায়গায় যেতে হবে
আদনান// আচ্ছা বাবা
অতপর তারা বাবা ছেলে ঘুমিয়ে যাই
(((ভ)))
সকালে আদনান আব্বু উঠ কোথায় না যাওয়ার কথা
শুভ// হুম বাবা দাড়াও আমি আসছি এই বলে ফ্রেস হতে চলে যাই
কিছুখন পর ফ্রেস হয়ে আসে
অতপর বাবা ছেলে দুইজনই রেডি হয়ে
সকালের নাস্তা করে অফিসের উদ্দেশ্যে রউনা হয়
কিছুখনের মধ্যে অফিসে এসে পরে
সেখানে এসে তারা দেখতে পাই
অনের মানুষের ভীড় পরেছে মনে হচ্ছে তারা সকলে ইন্টারভিউ দিতে এসেছে
একে একে অনেকেই যাচ্ছে কেউ হাসি মুখে বের হচ্ছে আবার কেও মন খারাপ করে
//////আরিয়ান আহমেদ শুভ//////
সর্বশেষে শুভর ডাক পরে
অতপর শুভ ভিতরে গিয়ে দেখতে পাই বস মাথা নিচ দিক দিয়ে কি যেন লিখতেছে শুভ চেহারা দেখতে পারেনা
বস// চিয়ার টেনে বসেন আর আপনার ফাইল দেন মাথা নিচ করেই বলল
শুভ// তার ফাইল এগিয়ে দিয়ে মাথা নিচ করে ভাবতে লাগলো চাকরি কি দিবে নাকি দিবে না
আর তখনই বস বলে উঠে শুভ তু,,,,,,,,,,,,
চলবে,,,,,,©©©© abdul motin©©©©©©©©
পর্বটি কেমন হয়েছে জানাবেন💅💅
আর ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন 👏🏼👏🏼👏🏼
Thanks for messaging . আমরা আপনার মেসেজ দেখলে আপনাকে অবশ্যই উত্তর দেবো ধন্যবাদ সবাইকে আপনারা চাইলে এখন এখানে পোস্ট করতে পারেন । এই ব্লগে পোস্ট করতে চাইলে অ্যাডমিনের সাথে যোগাযোগ করুন ।